যে কারণে তাসকিন-শরিফুলকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছে বিসিবি
২৪ ডিসেম্বর ২০২৩ ২১:৫৯
আসন্ন আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকেই দেখা যাবে। ২ কোটি রুপির ভিত্তিমূল্যে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার সংখ্যা বাড়ার সম্ভবনা অবশ্য ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম নিলামের আগেই প্রত্যাহার করে নিলে সেই সম্ভবনা শেষ হয়ে গেছে।
এবারের আইপিএল নিলামে ৬জন বাংলাদেশি ক্রিকেটারের নাম দেওয়া হয়। ৩ জনের নাম বাদ পরে প্রাথমিক পর্যায়ে। তারপর তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের নাম ছিল ড্রাফটে। কিন্তু নিলামের ঠিক আগ মুহূর্তে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম প্রত্যাহার করে নেওয়া হয়। বিসিবির পক্ষ থেকে জানানো হলো, ইনজুরির কথা চিন্তা করেই তাসকিন-শরিফুলের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন-শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালও আমার সঙ্গে কথা হয়েছে সে বলছে আমি প্রায় ফিট। কিন্তু এই দুইজন খুবই ইনজুরিপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’
জাতীয় দলের ক্রিকেটারদের টানা খেলার মধ্যে থাকতে হয়। তাছাড়া পেস বোলারদের ওয়ার্কলোড তুলনামূলক বেশি। তাছাড়া তাসকিন আহমেদ মাত্রই চোট কাটিয়ে ফিরলেন। তাসকিন-শরিফুল নিয়মিত টেস্টও খেলেন। এসব চিন্তা করেই তাদের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএইচএস