Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের লক্ষ্যে আগে বোলিং করবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১১:৫৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১২:০৩

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও টস জিতে আগে বোলিং নিয়েছিলেন শান্ত। বোলারদের দারুণ পারফরম্যান্সে সেই ম্যাচটা বড় ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ৫ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এর আগে কখনোই টি-টোয়েন্টি ম্যাচ জিতেনি বাংলাদেশ। এবার সেই বান্ধত্ব ঘুচেছে।  সিরিজের প্রথম ম্যাচ জেতাতে বাংলাদেশ এখন সিরিজ জয়ের সামনেও দাঁড়িয়ে। বাংলাদেশ সিরিজ জয়ের বার্তা দিয়েও আসছে।

নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের মিশনে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না লিটন দাস। তার বদলে অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারীকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, শামিম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর