এবারের নিউজিল্যান্ড সফর খুবই সফল: হাথুরুসিংহে
৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩
২০ বছর আগ থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডে কখনোই রঙিন পোশাকের ক্রিকেটে ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সেই বান্ধত্ব ঘুচল এবার, ওয়ানডে ম্যাচ জিতেছে বাংলাদেশ, টি-টোয়েন্টিও। এদিকে, ইনজুরি এবং অন্যান্য ইস্যুতে এবার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছিলেন না নিউজিল্যান্ড সফরের দলে। তবুও মিলল দুই সংস্করণের জয়। এসব মিলিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে এবারের নিউজিল্যান্ড সফর খুবই সফল।
নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি গেছে বৃষ্টির পেটে। আজ বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। যাতে নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ অবশ্য হাতছাড়া হয়েছে। তবে এই সিরিজ থেকে যা যা মিলেছে সেটাও কম কিসে!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিহে বলছিলেন, ‘আমরা এখানে আগে কী করেছি, তা নিয়ে আমরা সিরিজের শুরুতে কথা বলেছি। আমরা আগের চেয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে এই সফরকে খুবই সফল বলব।’
বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে তরুণ বাংলাদেশ। তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বও ছিল অসাধারণ। হাথুরুসিংহে বলেন, ‘দলটা তরুণ। ওদের কোনো ভয়ডর নেই। ওরা প্রতিযোগিতা করতে মুখিয়ে ছিল। আরেকটা ব্যাপার হলো, শান্তর নেতৃত্ব। সে খুব ভালো করেছে। কৌশলগতভাবে সে বেশির ভাগ সময় সঠিক ছিল। খেলোয়াড়দের বার্তা দেওয়ার ক্ষেত্রে সে একদম পরিষ্কার ছিল, সে দলের কাছ থেকে কী চায়, কী প্রত্যাশা করে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এবার মৌলিক বিষয়গুলো লম্বা সময় ধরে করতে পেরেছি, আগের বারের তুলনায়।’
আজকের ম্যাচটা জিততে পারলে ইতিহাস গড়ত বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় সেটা সম্ভব হয়নি। আগে ব্যাটিং করে ১১০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাটা ফুটে উঠল হাথুরুর কণ্ঠেও, ‘হতাশ তো অবশ্যই। আমরা সবাই জিততে চাই। এ জন্যই খেলাটা খেলি। একপর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি। দুই ওভার পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। তখন মনে হচ্ছিল এই উইকেটটা ১৬০ রানের নয়, হয়তো ১৪০ থেকে ১৫০ রানের। আমরা সে জায়গায় পৌঁছাতে পারিনি। আমরা ভালো ব্যাটিং করিনি। আমাদের রান কম হয়েছে।’
১১০ রানের পুঁজি নিয়েও নিউজিল্যান্ডকে সহজে জিততে দেয়নি বাংলাদেশ। মাত্র ৪৯ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশি বোলাররা পুরো সিরিজজুড়েই ভালো বোলিং করেছেন। তরুণ পেসার শরিফুল ইসলাম সিরিজজুড়ে ছিলেন দুর্দান্ত। স্পিনার শেখ মাহেদি হাসান নতুন বলে নিয়মিত উইকেট এনে দিয়েছেন। কিছুদিন আগে অভিষেক হওয়া তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনও নজর কড়েছেন।
এসবও বড় প্রাপ্তি হাথুরুসিংহের কাছে, ‘বোলাররা আমাদের প্রতিযোগিতায় রেখেছে। সিরিজ জুড়ে আমরা যেভাবে বোলিং করেছি, সেটা অসাধারণ ছিল। শরীফুল, সাকিব, মোস্তাফিজ এ ধরনের উইকেটে বোলিং উপভোগ করে। আমার মনে হয়, আমরা কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি, আগের বারের তুলনায়।’
টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়েছেন শরিফুল। শরিফুল ও রিশাদ হোসেনের কথা আলাদা করে বললেন হাথুরুসিংহে, ‘আমরা ড্রেসিংরুমে ওকে (শরিফুল) নিয়ে কথা বলেছি। ওর বোলিং আমাদের জন্য ইতিবাচক ছিল। তিন সংস্করণের ক্রিকেটে সম্প্রতি ও অসাধারণ বোলিং করছে। আট মাস আগেও শরীফুল দলে ছিল না। কোনো সংস্করণেই খেলছিল না। এখন ও আমাদের মূল বোলার। অসাধারণ।’ যোগ করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিংও, ‘আরেকটি ইতিবাচক হচ্ছে রিশাদের বোলিং। আমরা একজন লেগ স্পিনারের অভাব বোধ করছিলাম। ও খুব ভালো করেছে।’
সারাবাংলা/এসএইচএস