Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলে ব্যাটিং উইকেট বানাবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৪ ১৪:৫০

বাংলাদেশের মন্থর পিচ নিয়ে সমালোচনা অনেক দিনের। বিদেশের মাটিতে এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার বড় কারণ হিসেবে দেশের মন্থর পিচকে উল্লেখ করা হয়। বিপিএলে এবার সেই জায়গা থেকে বেরুনোর চেষ্টা বিসিবির।

জুনে শুরু হবে আরেকটা বৈশিক টুর্নামেন্ট, টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে, বিপিএল শুরু হতে যাচ্ছ ১৯ জানুয়ারী। বিশ্বকাপকে সামনে রেখে তাই এবারের বিপিএলে ব্যাটিংবান্ধব উইকেট বানানোর পরিকল্পনা বাংলাদেশের। এমন কথাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

বুধবার (৩ জানুয়ারি) বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে বৈঠক করেছেন মাহবুব আনাম। বৈঠকে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে, বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সে বিষয়ে মাহবুব আনাম বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইবো যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটারদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকবে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকম চেষ্টা করবো।’

সামনে বিশ্বকাপ, ফলে কিউরেটরদের বিশ্বকাপের সঙ্গে সামঞ্জস্য রেখে পিচ বানানোর দির্দেশনা দেওয়া হয়েছে বললেন মাহবুব আনাম, ‘তবে আবহাওয়া একটা কন্ডিশন, এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হবো। আমাদের প্রচেষ্টা থাকবে ভালো উইকেট যেটা আগামী বিশ্বকাপ সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের বলা হয়েছে। যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’

বিসিবির কিউরেটর পরামর্শক টনি হেমিংয়ের নেতৃত্বে এবার বিপিএলের পিচ তৈরি করা হবে। টনি হেমিংয়ের ওপর যে বিসিবির পুরো আস্থা আছে সেই কথা খোলাসা করেছেন মাহবুব আনাম। তিনি বলেন, ‘আমার মনে হয় সবার স্কিল আছে। বিসিবি এই মুহূর্তে আমাদের যেহেতু একজন শক্তিশালী পরামর্শক আছেন টনি হেমিং। ও যেভাবে আমাদের কিউরিটেরদের জ্ঞান দিচ্ছে এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাইরে থেকে কাউকে আনার প্রয়োজনীয়তা হবে না। গত বিপিএলেও আমরা ভালো উইকেট পেয়েছি। এবং বেশ রান হয়েছিল। আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে সম্ভব। আমাদের যে দক্ষতা রয়েছে কিউরেটর দলের তাদের দিয়েই ভালো উইকেট দিতে পারবো বলে আশা করছি।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর