মোরাতাকে ছাড়াই রাশিয়ায় যাচ্ছে স্পেন!
২১ মে ২০১৮ ২০:২২ | আপডেট: ২১ মে ২০১৮ ২০:২৯
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে অনেকেই। অপেক্ষা ছিল ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনের স্কোয়াড নিয়ে। সোমবার (২১ মে) ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন স্পেন কোচ জুলেন লোপেতেগুই।
২৩ সদস্যের মূল স্কোয়াডে নেই স্পেন জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে দামি স্ট্রাইকার আলভারো মোরাতা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ইংলিশ ক্লাব চেলসির হয়ে এবারের মৌসুমের শেষের দিকে বাজে ফর্মের কারণেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। অবশ্য সেটা বলাই যায়, কারণ এবারের মৌসুমে চেলসির হয়ে সবমিলিয়ে ৪৮টি ম্যাচে ১৫টি গোল পেয়েছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
রাশিয়া বিশ্বকাপে স্পেন রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের অন্য তিন প্রতিপক্ষ পর্তুগাল, মরক্কো এবং ইরান। আগামী ১৫ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। এরপর ২০ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় ইরানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে স্প্যানিশরা। আর ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্পেন, ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়।
রাশিয়া বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। আগামী ৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।
রাশিয়া বিশ্বকাপে স্পেনের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: ডেভিড দি গিয়া, পেপে রেইনা, কেপা আরিজাবালাগা।
ডিফেন্ডার: জর্ডি আলবা, সেজার আজপিলিকোয়েটা, দানি কারভাজেল, নাচো ফার্নান্দেজ, নাচো মনরিয়েল, আলভারো ওদ্রিজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস।
মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা, ইস্কো, সার্জিও বুসকেটস, সওল নিগুয়েজ, কোকে, মার্কো আসেনিসও।
ফরোয়ার্ড: ইয়াগো আসপাস, ডিয়েগো কস্তা, রদ্রিগো, লুকাস ভাজকুয়েজ।
সারাবাংলা/এসএন