Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষের ম্যাচে শুরু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারি ২০২৪ ১৪:৫২

চলতি বছরের ১ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসর হতে যাচ্ছে। বিশ্বকাপের এবারের আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণা করেছে আইসিসি।

এবারের আসরে অংশ নিতে যাচ্ছে ২০টি দল। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। তাতে করে প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে

বিজ্ঞাপন

বাংলাদেশ রয়েছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। ৪টি ম্যাচের দুটি ওয়েস্ট ইন্ডিজ এবং সমান সংখ্যক ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে টাইগাররা। চারটি গ্রুপের মধ্যে সবচেয়ে ‘কঠিন’ গ্রুপে পড়েছে বাংলাদেশই। গত বিশ্বকাপে শীর্ষ আটের মধ্যে থেকে শেষ করা নেদারল্যান্ডস এখানে আছে চতুর্থ দল হিসেবে। ‘ডি’ গ্রুপে শ্রীলংকা-নেদারল্যান্ডস ছাড়াও বাংলাদেশ পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেপালকে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে খেলতে হবে অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। ‘সি’ গ্রুপে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।

বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ৭ জুন ডালাসে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।এ দিয়ে গ্রুপ পর্বে মার্কিন মুলুক অভিযান শেষ করবে তারা।

বিজ্ঞাপন

পরে ক্যারিবীয় দ্বীপে পাড়ি জমাবে বাংলাদেশ দল। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মোকাবিলা করবে তারা। আর ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে তারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। যুক্তরাষ্ট্রের তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে মোট ৫৫ ম্যাচ হবে। পহেলা জুন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্ব আসর। বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন বার্বাডোসে। ২৬ ও ২৭ জুন হবে বিশ্বকাপের দুটি সেমি ফাইনাল।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ বাংলাদেশ দল সময়সূচী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর