নেইমার শিল্পী, বললেন পিএসজির নতুন কোচ
২২ মে ২০১৮ ১২:০২
সারাবাংলা ডেস্ক ।।
সদ্য যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। কোচ হিসেবে দায়িত্ব পাবার পর রোববার (২০ মে) সংবাদমাধ্যমের সামনে কথা বললেন পিএসজির নতুন কোচ থমাস তুখেল। জানালেন নতুন জায়গায় তার পরিকল্পনা নিয়ে। একই সঙ্গে ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমারকে নিয়েও যে বিশেষ পরিকল্পনা করছেন তাও জানিয়ে রাখলেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ।
গতবছরের আগস্টে দলবদলের মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফি’তে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নিয়েছিল ক্লাব পিএসজি। নতুন কোচ তুখেলও পরিকল্পনা করছেন তাকে ঘিরে, ‘নেইমার একজন শিল্পী, যাকে বিশেষ যত্নে রাখা প্রয়োজন। এটা কমন সেন্স, একজন আর্টিস্ট খেলোয়াড়দেরকে বিশেষ যত্নে রাখেতেই হয়।’
৪৪ বছর বয়সী কোচ তুখেলের কোচিং অভিজ্ঞতা যে একেবারেই কম নয়, সেটা বোঝাই যায়। ২০০৭ সালে থেকে ৩টি ক্লাবে কোচের দায়িত্বে ছিলেন এই জার্মান। নতুন ক্লাবে এসে আগেই দেখা করেছেন খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে। দেখা হয়েছিল নেইমারের সঙ্গেও, ‘গত রোববার ওর (নেইমার) সঙ্গে দেখা হয়েছিল, ভালোই লেগেছে। ও একজন শিল্পী, অন্যদের থেকে আলাদা এবং বিশ্বসেরা খেলোয়াড়দের একজন।’
ভালভাবে পরিচর্যা করলে নেইমারের কাছ থেকে অনেক বেশিকিছুই পাওয়া যাবে বলছেন তুখেল, ‘আমরা যখন ফুটবল নিয়ে কথা বলছিলাম, তখন ওর (নেইমার) মুখে হাসি দেখেছি, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। আমরা যদি ওকে ঘিরে দলের পরিকল্পনা করি, তাহলে মাঠে সে ভালোভাবেই তার প্রতিভা দেখাতে পারবে। আমি জানি, দল জেতানোর মতো বিশেষ খেলোয়াড় আমাদের আছে।’
এবারের মৌসুম শেষে পিএসজি থেকে বিদায় নিয়েছিলেন কোচ উনাই এমেরি। এরপর নতুন কোচের দায়িত্ব পেলেন থমাস তুখেল। গত ১৪ মে পিএসজির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, আগামী দুই বছরের জন্য দলটির দায়িত্ব থাকছে বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ তুখেলের হাতে। এর আগে গত বছরের মে মাসে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সরে দাঁড়ানোর পর এক বছর সাইড লাইনে ছিলেন পিএসজির নতুন এই কোচ।
সারাবাংলা/এসএন