Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চড় মেরে মাঠের বাইরে ইব্রাহিমোভিচ


২২ মে ২০১৮ ১৩:০৬ | আপডেট: ২২ মে ২০১৮ ১৩:২০

সারাবাংলা ডেস্ক ।।

মার্চ মাসে লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে শুরুটা স্মরণীয় করেই রেখেছিলেন। কিন্তু বিশ্বসেরা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ সোমবার (২১ মে) মাঠে নেমে এমন এক আচরণ করলেন, যা দেখে হয়তো হতাশই হয়েছে ফুটবল বিশ্ব। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে চড় মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইডিশ এই স্ট্রাইকার।

মন্টেরিয়ালের বিপক্ষে লা গ্যালাক্সির ম্যাচটি চলছি ভালোভাবেই। কিন্তু ম্যাচের ৩৯ মিনিটেই উদ্ভট এক কাণ্ড ঘটিয়ে বসলেন ইব্রাহিমোভিচ। প্রতিপক্ষ দলের মাইকেল পেটরাসোকে পেছন থেকে সজোরে এক চড় মারেন এই সুইডিশ স্ট্রাইকার। কারণটা আহামরি কিছু নয়। পেটরাসো তাকে গার্ড দিয়েই রেখেছিলেন, কিন্তু পেছন থেকে ইব্রার বুটে পা ফেলে দেন, এমনটা হবে হয়তো তিনি ভাবেননি। কিন্তু সঙ্গে সঙ্গেই ডান হাত দিয়ে পেছনে থেকে পেটরাসোর ডান কানে জোরে এক চড় মেরে বসেন ইব্রা।

মজার ব্যাপার হচ্ছে, পেটরাসোকে চড় দেওয়ার পর তার সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ইব্রাহিমোভিচও। প্রথমে বুঝতে না পারলেও ভিডিও রিভিউ দেখার পর ইব্রাকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি।

ক্যারিয়ারে বিশ্বসেরা ক্লাবগুলোতেই বল পায়ে মাঠ কাঁপিয়েছেন ইব্রা। বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় না হলেও শীর্ষ বেতনভোগীদের একজন ছিলেন। লস এ্যাঞ্জেলস গ্যালাক্সিতে এসে শুরু থেকেই বেশ সম্মান পাচ্ছিলেন। তবে এমন ঘটনায় তাকে নিয়ে ফুটবল সমর্থকদের যে বেশ হতাশ করবে, সেটা বলাই যায়।

ক্যারিয়ারে এ নিয়ে ৭টি দেশের ৯টি ক্লাবের সঙ্গে যুক্ত হলেন সাবেক সুইডিশ এই স্ট্রাইকার। আয়াক্স, ইন্টার মিলান, এসি মিলান, পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন ৩১টি শিরোপা।

বিজ্ঞাপন

এর আগে ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার পিএসজি, ইন্টার মিলান ও এসি মিলানে তিনবার করে এবং জুভেন্টাস ও বার্সেলোনার হয়ে খেলার সময় দুইবার করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।

মাইকেল পেটরাসোকে ইব্রাহিমোভিচের চড় মারার ভিডিও:

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর