আর্সেনালের কোচ হলেন উনাই এমেরি
২২ মে ২০১৮ ১৪:০০
সারাবাংলা ডেস্ক ।।
পিএসজি থেকে বিদায় নেওয়া কোচ উনাই এমেরিকে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল। ২২ বছর আর্সেনালের দায়িত্বে থাকা আর্সেন ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে যোগ দিলেন এমেরি। ২০১৬ সালের জুনে পিএসজিতে যোগ দিয়েছিলেন ৪৬ বছর বয়সী এমেরি। কিন্তু ঘরোয়া ঝামেলার কারণে এই মৌসুম শেষে ফ্রান্সের ক্লাব ত্যাগ করেন তিনি।
পিএসজি ছাড়ার আগে দলটিকে লিগ ওয়ান, দুটি কোপা ডি ফ্রান্স, দুটি কোপা ডি লা লিগা জিতিয়েছেন এমেরি। এছাড়া দুটি ফ্রান্স সুপার কাপ জিতিয়েছেন তিনি। পিএসজিতে আসার আগে সেভিয়ার কোচের দায়িত্ব পালন করেন এই স্প্যানিশ। সেভিয়াকে টানা তিনটি উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতিয়েছিলেন এমেরি।
এদিকে, চলতি মৌসুমে লিগের ৬ নম্বরে থেকে সেরা চারে জায়গা করে নিতে ব্যর্থ হয় আর্সেনাল। আগের মৌসুমেও শীর্ষ চারে জায়গা পায়নি ওয়েঙ্গারের শিষ্যরা। সব দিক দিয়েই চাপ বাড়ছিল ওয়েঙ্গারের ওপর। সেটার জন্যই হয়তো সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ৬৮ বছর বয়সী ওয়েঙ্গার ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে ২২ বছরে ৮২৩টি ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন। যার মধ্যে দলের জয় এসেছে ৪৭৪টি, হেরেছে ১৫১টি। সবমিলিয়ে ১ হাজার ৫৪৯টি গোল করেছে দলের খেলোয়াড়রা। তিনবার জিতেছেন প্রিমিয়ার লিগ এবং সাতবার জিতেছেন এফএ কাপ শিরোপা। তবে ইউরোপা শিরোপা অধরাই থেকে গেছে।
ওয়েঙ্গারের উত্তরসূরি খুঁজে পাওয়া মোটেই সহজ হয়নি গানারদের জন্য। এমিরেটস স্টেডিয়ামে পরবর্তী কান্ডারি হিসেবে পাঁচজন কোচকে এগিয়ে রেখেছিল বার্তা সংস্থা এএফপি। সেখানে আলোচনায় ছিলেন প্যাট্রিক ভিয়েরা (নিউইয়র্ক সিটি), ব্রেন্ডন রজার্স (সেলটিক), জোয়াকিম লো (জার্মানি), কার্লো আনচেলত্তি (ক্লাব বিহীন) এবং লুইস এনরিকে (ক্লাব বিহীন)। সম্ভাবনায় এগিয়ে ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারী কোচ মিকেল আর্তেতা। তবে, সবাইকে টপকে প্রিমিয়ার লিগের দলটির কোচ হলেন এমেরি।
সারাবাংলা/এমআরপি