Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে ইসরায়েলে না যেতে অনুরোধ


২২ মে ২০১৮ ১৪:৪১

সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বকাপ শুরুর আগে ইসরায়েলে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। আগামী ৯ জুন ইসরায়েলের বন্দরনগরী হাইফার মাঠে গড়াবে ম্যাচটি। আর ইসরায়েলের মাটিতে মেসিদের এই প্রস্তুত ম্যাচ না খেলার অনুরোধ করেছেন ফিলিস্তিনের সাবেক ফুটবলার মোহাম্মদ খলিল। যাকে ইসরায়েলের সৈন্যরা গুলি করে পঙ্গু করে দিয়েছে।

জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার জের ধরে খলিল গত এপ্রিলে অংশ নিয়েছিলেন একটি বিক্ষোভ মিছিলে। আর সেখানেই ‘সেলফি’ তোলার সময় খলিলের পায়ে আঘাত হানে ইসরায়েলি সেনাদের বুলেট। ফিলিস্তিনি ফুটবল ক্লাব আল-সালাহতে খেলতেন তিনি। ইসরায়েলি স্নাইপারের আঘাতে পা হারানো মেসি ভক্ত খলিল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আহ্বান জানান, ‘মেসি ইসরায়েলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলো না।’

মেসিকে বার্তা দিয়ে খলিল আরও বলেছেন, ‘আর্জেন্টিনার পুরো দলকে বলব, ইসরায়েলের বিপক্ষে মাঠে তোমরা নামবে না। বিশেষ করে মেসিকে বলব, কারণ গাজা উপত্যকায় সে ভীষণ জনপ্রিয়। তোমরা যাদের বিপক্ষে নামছো তারা আমাদের দেশের মাটি দখল করে রেখেছে।’

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সহিংসতার কারণে ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা তেমন ছিল না বলেই জানিয়েছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যগুলো। এমনও জানা গিয়েছিল, ম্যাচটি নিয়ে আসা হতে পারে বার্সেলোনায়। ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে হলেও আর্জেন্টিনা ইসরায়েলে গিয়ে ম্যাচটি খেলবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু, টাইমস অব ইসরায়েল জানাচ্ছে, নির্ধারিত সময়েই প্রীতি ম্যাচ খেলতে ইসরায়েলে যাবেন মেসি-হিগুয়েনরা। ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাঁদিয়া তাপিয়া জানান, ইসরায়েলের হাইফা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এতে ইসরায়েল দলের নেতৃত্ব দেবেন তেল বেন হাইম এবং আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। আগামী ৯ জুন হবে খেলাটি।

বিজ্ঞাপন

এদিকে, আর্জেন্টিনার সাথে খেলা দেখতে যাওয়ার কথা ছিল দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রির। আপাতত তিনি তার সফর বাতিল করে দিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে ঘিরে ইসরায়েলের তুমুল উত্তেজনা কাজ করলেও, পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনে চলছে ওই ম্যাচ বিরোধী নানা প্রচারণা। ফিলিস্তিনি নাগরিকদের মতে, ইসরায়েলের চলমান সহিংসতার পর আর সেই দেশে ‘সম্প্রীতি’ বলতে কিছু নেই। তাই ইসরায়েলে মেসিদের প্রীতি ম্যাচ খেলতে আসা সম্পূর্ণ অমূলক।

ইসরায়েলি দখলদারিত্ববিরোধী সংগঠন ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন’ (বিডিএস) ওই ম্যাচ খেলতে না যেতে আর্জেন্টিনা ও মেসির প্রতি আহ্বান জানায়। এ নিয়ে বিডিএস ‘আর্জেন্টিনা, ইসরায়েলে যাবে না’ নামে একটি প্রচারণা চালু করে। ম্যাচ শেষে মেসির দল হাইফা থেকে সরাসরি রাশিয়া চলে যাবে বিশ্বকাপ খেলতে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর