Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধনী আয়োজনের জন্য বিপিএল দেরিতে শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৬:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজকদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এবারও বিপিএলে থাকছে না জাকজমক কোনো উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুকটাক যে আনুষ্ঠানিকতাটুকু ছিল সেটা সাড়তে গিয়েই বিপিএলের প্রথম ম্যাচ পেছাতে হলো।

প্রস্তুতির ঘাটতি নিয়ে আজ শুক্রবার (১৯ জানুয়ারী) মাঠে গড়িয়েছে বিপিএলের দশম আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় তার একটা ঝাঁঝ কিন্তু মিলছেও। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ম্যাচের অনেক আগেই স্টেডিয়াম পাড়ায় দর্শক উপস্থিতি দেখা গেছে।

স্টেডিয়ামের ভেতরে চারপাশে রঙিন ব্যানার। উড়ন্ত স্কাই বেলুনে লেখা ‘বিপিএল টি-টোয়েন্টি’। ফ্লাডলাইটের টাওয়ারের গায়ে লাগানো হয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৪’ লেখা।

বিজ্ঞাপন

মিনিট দশেকের উদ্বোধনীয় মূল আয়োজনে নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দেখা গেছে। উদ্বোধনী ম্যাচের দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুরন্ত ঢাকার খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাজমুল হাসান। তারপর স্টোক কালার বোম ফাটিয়ে, বেলুন উড়িয়ে দশম বিপিএলের সাদামাটা উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনীতে দুই দলের ক্রিকেটার ও স্টাফদের মাঠে ঢুকার পথে বিছানো ছিল লাল গালিচা। এসব সাড়তে গিয়ে বেশ খানিকটা পিছিয়ে যায় প্রথম ম্যাচ।

বিপিএলের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করছে দুরন্ত ঢাকা। আগে ব্যাটিং করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ৭ দল।

কুমিল্লা, ঢাকা ছাড়া বাকি পাঁচ দল হলো-ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর