Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাটট্রিকে শরিফুলের দ্বিগুণ আনন্দ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ২১:১৬

দশম বিপিএলের প্রথম দিনেই আরও নির্দিষ্ট করে বললে উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক দেখা গেল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ঢাকার তরুণ পেসার শরিফুল ইসলাম। বিপিএল ইতিহাসে এটা অষ্টম হ্যাটট্রিকের ঘটনা। আর শরিফুলের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। স্বাভাবিকভাবেই আনন্দিত জাতীয় দলের তরুণ পেসার। শরিফুল জানালেন, হ্যাটট্রিকের দিন পরিবার মাঠে ছিল বলে আনন্দটা তার দ্বিগুণ।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচে ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক করেছেন শরিফুল। টস জিতে আগে বোলিং নিয়েছিলেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। কুমিল্লার ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন শরিফুল। পরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে ম্যাচও জিতেছে ঢাকা।

এদিকে, আজ প্রথমবারের মতো স্টেডিয়ামে শরিফুলের খেলা দেখতে এসেছিলেন তার স্ত্রী। গ্যালারিতে শরিফুলের স্ত্রীসহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে দেখা গেছে। তাদের সামনে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেলেন বলে তরুণ পেসারের আনন্দটা বেড়ে গেছে অনেকটা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকার তরুণ পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো অনুভূতি, বিশেষ করে আমার পরিবার আজকে মাঠে এসেছে প্রথম খেলা দেখতে এবং সেদিনই আমার হ্যাটট্রিক হয়েছে। এজন্য খুব ভালো লাগছে। যদিও চিন্তা-ভাবনায় হ্যাটট্রিক ছিল না। যখন দুটি ছক্কা খেলাম, চিন্তা করেছি আমার হাতে বল আছে আরও তিনটা। আমি ভালোভাবে ফিরে আসতে পারব। হয়তোবা এখান থেকে একটা উইকেট নিতে পারব। কিন্তু হ্যাটট্রিকটা… (হয়ে গেছে)।’

সম্প্রতি জাতীয় দলের হয়ে ধারাবাহিক সাফল্য পাচ্ছেন শরিফুল। নিউজিল্যান্ড সফরটা কেটেছে দুর্দান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই সেরা উইকেটশিকারী বোলার ছিলেন তিনি।

বছরের শেষ ভাগটা যেভাবে কেটেছে নতুন বছরে সেটাই চালিয়ে নেওয়ার লক্ষ্য শরিফুলের সামনে। বলেছেন, ‘আমি গত বছর যেভাবে শেষ করেছি, এবারও সেভাবে শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচটা ভালো হয়েছে, চেষ্টা করব বাকিগুলোতেও এরকম পারফর্ম করার। আর মিরপুরের উইকেট আজকে একটু ভালো, খুব ভালো লাগতেছিল বল ক্যারি করতে। ভালো স্কোরিং উইকেট ছিল।’

দলের জন্য যেকোনো পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালন করতে চান তরুণ পেসার, ‘আসলে দলে খেলতে হলে প্রতিটি খেলোয়াড়ের সব রোলই দরকার, যখন যে রোলে আনবে সেটা পালন করা দরকার। আমরা চেষ্টা করি ওভাবে অনুশীলন করার। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করতেছি, সফলতাও আসতেছে। ইনশা-আল্লাহ এটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর