বিপিএল ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে শুরুতে উইকেট হারালেও ইমরুল ও তাওহীদ হৃদয়ের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। তবে প্রত্যাশিত দ্রুত রান তুলতে পারেননি তারা। শেষ দিকে ২ ওভারে ৫ উইকেট হারানোয় পুঁজিটা বড় করতে বর্তমান চ্যাম্পিয়ন। লক্ষ্য তাড়ায় দানুষ্কা গুনাথিলাকা ও নাইম শেখের ব্যাটে জয়ের ভিত গড়ে ঢাকা। শেষ দিকে রোমাঞ্চ দেখা গেলেও ম্যাচ জিততে পারেনি কুমিল্লা।
এবার বিপিএলে কুমিল্লার নেতৃত্বে ইমরুল কায়েস নন, আছেন লিটন দাস। তার নেতৃত্বে দলের শুরুটা ভালো না হলেও সমর্থন দিচ্ছেন সাবেক অধিনায়ক ইমরুল কায়েস।
লিটনের প্রশংসা করে ইমরুল বলেন, ‘লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেসব ম্যাচে নেতৃত্ব দিয়েছে, কাজটা খুব ভালোভাবে করেছে। সফলভাবে পরিচালনা করেছে। আমার মনে হয় লিটনের মাথা খুব ভালো, ও খুব ভালোভাবে হ্যান্ডল করতে পারে। এই দলেও আশা করি ভালো করবে।’
প্রথম ম্যাচ হারলেও খুব বেশি আক্ষেপ নেই চারবারের চ্যাম্পিয়নদের। হার দিয়ে শুরু করা কুমিল্লার কাছে স্বাভাবিক হয়ে গেছে বলে জানান ইমরুল। দলটির সাবেক অধিনায়ক মনে করেন, প্রথম ম্যাচ হারলে নিজেদের ভুল-ত্রুটিগুলো দেখা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়। ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চান তারা।
দলের অধিনায়কের দ্বায়িত্ব না থাকায় কিছুটা নির্ভার ইমরুল। সে সম্পর্কে তিনি বলেন, ‘অধিনায়ক থাকলে অনেককিছু ম্যাটার করে। দলে রোলটা ভিন্ন থাকে, একেক দিন একেকরকম রোল আমাকে প্লে করতে হয়। তবে এখন চেষ্টা করবো একইভাবে, তবে মাঠের ভেতর একটু ফ্রি থাকা যাবে, পরিকল্পনা করা লাগে না। লিটন ওগুলো লুক আফটার করবে। ওইদিক থেকে অবশ্যই একটু নির্ভার থাকব।’
ইমরুল আরও বলেন, ‘প্রথম ম্যাচে কুমিল্লা সবসময় হারে। এটা আমাদের কাছে নরমাল হয়ে গেছে। বিগত আসরগুলোতেও আমরা প্রথম ম্যাচে হেরেছি। এতে একটা সুবিধা হয়, অনেক ভুল-ত্রুটি ধরা পড়ে। এগুলো নিয়ে কাজ করা যায়। আমরা আজ এগুলো নিয়ে কাজ করেছি, আশা করি কালকে ভুলগুলো শুধরে আমাদের সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামব।’