সাকিবকে হারালেও বাবরকে পেয়ে উচ্ছ্বসিত রংপুরের কোচ
২২ জানুয়ারি ২০২৪ ১৯:২৬
বিপিএল ২০২৪ এ রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান এক ম্যাচ খেলেই অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন। বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো চোখের সমস্যা আবার ফিরেছে তার। এজন্য ডাক্তার দেখাতে সিঙ্গাপুর গেছেন তিনি। সাকিব ছিটকে গেলেও সামনের ম্যাচেই দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আর তাকে নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন রংপুরের কোচ সোহেল ইসলাম।
অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। সেই সমস্যা এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিল বাংলাদেশ অধিনায়ককে। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই মুহূর্তে তা অনিশ্চিত। গত বিশ্বকাপ থেকে সাকিবের চোখের অস্বস্তির কথা শোনা যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন। তবে সেই চিকিৎসায় উন্নতি হয়নি। ফলে এবার সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। রোববার (২১ জানুয়ারি) বেলা ১টায় সিঙ্গাপুরে যান তিনি।
তাই তো তাকে নিয়ে বিপিএল’র ছক কষতে পারছে না রংপুর। সাকিবের ফেরার ব্যাপারে রংপুর কোচ সোহেল বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা হচ্ছে বিসিবির মেডিকেল দল এটা এখন দেখছে। এটা ওরা আরও ভালো বলতে পারবে। আসলে আমাদের কোর্টে বল নাই। এখন সমস্তটাই বোর্ড দেখছে। তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই দেখবো।’
তিনি আরও বলেন, ‘আসলে আমরা যখন দল বানাই বা তৈরি করলাম… এটা হতেই পারে। খেলোয়াড় ইনজুরিতে থাকতে পারে, চলে যেতে পারে। যতই নাম থাকুক না কেন রংপুর রাইডার্সের যে ব্যাপারটা আমরা দল হিসেবে খেলতে চাই। প্রত্যেকটা ম্যাচেই ৭-৮ জন খেলোয়াড় ইমপ্যাক্ট রাখবে, পারফরম্যান্স করবে দলের জেতার জন্য। আমরা আসলে দল হিসেবেই খেলতে চাই। সেখানে দুয়েকজন খেলোয়াড় থাকবে না, ইনজুরির জন্য থাকবে না সেটা বড় খেলোয়াড় হতে পারে ছোট তারকা হতে পারে। আমরা আসলে চিন্তা করছি কিভাবে দল হিসেবে ভালো খেলতে পারি।’
এদিকে নিউজিল্যান্ডে পাকিস্তান জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন বাবর আজম। রংপুর কোচ আশা করছেন সামনের ম্যাচ থেকেই বাবরকে দলে পাবেন। তিনি বলেন, ‘ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং ম্যাচ খেলবেন সে। জানেন যে বাবর আজম টি-টোয়েন্টিতে কতটা ভালো ব্যাটার। এটা তো বলা লাগে না। আমাদের পরিকল্পনা করাই ওইভাবে সে আসবে এবং কোথায় খেলবে এগুলো আগে থেকেই ঠিক করা। এটা তো অবশ্যই দলের জন্য ভালো।’
সারাবাংলা/এসএস