Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিমের সঙ্গে কথা বলে যা জানাল পর্যালোচনা কমিটি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৪ ১৬:৪৪

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের চরম ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে পর্যালোচনা কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই মাসে নানান ক্রিকেটার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে পর্যালোচনা কমিটি। কিন্তু এতোদিন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গেই কথা বলা বাকি ছিল। আজ সাকিবের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। নানান ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপ না খেলা তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন পর্যালোচনা কমিটির সদস্যরা।

বিপিএলে এখন সিলেট পর্ব চলছে। ক্রিকেটারদের প্রায় সবাই এখন সিলেটে। সাকিব-তামিমের সঙ্গে কথা বলতে আজ সোমবার (২৯ জানুয়ারি) সিলেটে গিয়েছিল বিসিবির পর্যালোচনা কমিটি। সোমবার দুপুরে গ্র্যান্ড সিলেট হোটেলে সাকিব-তামিমের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন পর্যালোচনা কমিটি। তবে কী কথা হয়েছে সেটা সরাসরি বলতে চাননি তারা।

পর্যালোচনা কমিটির প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ। কমিটির অপর দুই সদস্য হলেন মাহবুব আনাম ও আকরাম খান। সাকিব-তামিমের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এনায়েত হোসেন সিরাজ।

তিনি বলেন, ‘কী কথা হয়েছে এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুই জনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’

শিগগিরই বোর্ডের কাছে প্রতিবেদন জমা দিবেন বলেছেন এনায়েত হোসেন সিরাজ, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু এখানে (সিলেটে) পেয়েছি দুজনকে। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’

কী আলোচনা হয়েছে সেটা না জানালেও এনায়েত হোসেন সিরাজ বলেছেন, আলোচনা গতিশীল হয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দু’জনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিসিবি সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর