Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় তারকাদের বিপিএল ছাড়ার সময় হয়ে গেছে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৪

আরও দুটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের সঙ্গে সাংঘর্ষিক সিডিউলের কারণে চলতি দশম বিপিএলে বড় তারকাদের পর্যাপ্ত উপস্থিতি নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। তারপরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিপিএল খেলতে এসেছেন। তাদের মধ্যে অনেকের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে।

কিছুদিন পর মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান ‍সুপার লিগ (পিএসএল)। পিএসএলে দল পাওয়া পাকিস্তানি এবং অন্য দেশের ক্রিকেটাররা শিগগিরই বিপিএল ছাড়বেন। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পিএসএল। তবে ক্রিকেটারদের দিন দশেক আগ থেকেই পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে যোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ মাঠে গড়িয়েছে বলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিপিএলে দল পেয়েও খেলতে আসেননি। পাকিস্তানের মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, শ্রীলংকার হাসারাঙ্গা তাদের অন্যতম। এবার পিএসএল শুরু হচ্ছে বলে খেলতে আসা কয়েকজন তারকাকেও হারাচ্ছে বিপিএল।

পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আফগানিস্তানের মোহাম্মদ নবি, ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিংসরা পিএসএলে যোগ দিতে শিগগিরই বিপিএল ছাড়বেন। বাবর আজমের আগামীকাল বিপিএল ছাড়ার কথা।

আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ খেলবে বাবরের দল রংপুর রাইডার্স। এই ম্যাচ পর্যন্তই তার এনওসি নেওয়া। বাবর অবশ্য রংপুরের হয়ে আরেকটা ম্যাচ খেলার জন্য এনওসির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু সেই অনুমতি পাবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক বলেছেন, ‘আমরা বাবর আজমকে মিস করতে যাচ্ছি। সম্ভবত ঢাকার বিপক্ষে ম্যাচটি তার শেষ ম্যাচ হতে চলছে। সে নিজেও চেষ্টা করছে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এনওসি বাড়ানো যায় কিনা। মনে হচ্ছে না সেটা হবে। আমরা নিশ্চিতভাবে তাকে মিস করতে যাচ্ছি।’

বিজ্ঞাপন

বাবরের সঙ্গে পিএসএলে দল পাওয়া রংপুরের আরও চার ক্রিকেটারও চলে যাবেন। তাদের জায়গায় নতুন ক্রিকেটার এলেও হুট করেই নতুনদের পারফর্ম করা কঠিন হবে মানছেন ইশতিয়াক সাদিক। তিনি বলেন, ‘চার ক্রিকেটার যখন চলে যাবেন তখন তাদের শূন্যস্থান পূরণে নতুন চারজন আসবে। কিন্তু তাদের সময় দিতে হবে থিতু হওয়ার। তাই একটু উদ্বিগ্ন। ওদের চারজনের জুটিটা ঠিকঠাক হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আবার ওই জায়গায় যেতে একটু সময় লাগবে।’

পিএসএলের জন্য চলে যাওয়া ক্রিকেটারদের শূন্যস্থান পূরণ করার চেষ্টা অনেক আগে থেকেই শুরু করেছে বিপিএলের দলগুলো। নতুনরা দু-একদিনের মধ্যে বাংলাদেশে আসতেও শুরু করবে।

সারাবাংলা/এসএইচএস

বাবর আজম বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর