Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল এখনো কয়েক ধাপ পিছিয়ে: রিজওয়ান

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৫

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগে সঙ্গে তুলনায় আসতে হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) আরও কয়েক ধাপ এগুতে হবে বলেছেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। বিপিএলের স্লো পিচ নিয়ে সমালোচনা উঠে নিয়মিত। সেদিকে ইঙ্গিত করেছেন করেছেন রিজওয়ান।

সিলেট পর্ব শেষে বিপিএল আবারও ঢাকায় ফিরেছে। আগামীকাল থেকে মাঠে গড়াবে ঢাকার দ্বিতীয় পর্ব। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাপার মোহাম্মদ রিজওয়ান।

বিজ্ঞাপন

অন্যান্য বিদেশি লিগের তুলনায় বিপিএলকে কেমন দেখছেন এমন প্রশ্নে রিজওয়ান বলেন, ‘সত্যি বললে, অন্যান্য লিগের সঙ্গে তুলনায় আসতে হলে বিপিএলকে আরও কয়েক ধাপ এগোতে হবে।’

টি-টোয়েন্টি রানের খেলা। অন্যান্যা বিদেশি টি-টোয়েন্টি লিগগুলোতে পিচ সেভাবেই তৈরি করা হয়, যাতে ম্যাচে রান উঠে প্রচুর। কিন্তু এখনো মন্থর পিচেই অনুষ্ঠিত হয় বিপিএল, ফলে সেভাবে রান উঠে না।

তাতে দর্শকরা পর্যাপ্ত ক্রিকেটীয় বিনোদনও পাচ্ছেন না অপর দিকে ক্রিকেটাররাও প্রস্তুত হতে পারছেন না। সেদিকেই ইঙ্গিত করলেন রিজওয়ান, ‘বিশ্বের সব প্রান্তে ভিন্ন কন্ডিশন। বিপিএলের কথা জিজ্ঞাসা করলে, এখানে এশিয়ান কন্ডিশন। এখানে ভিন্ন কন্ডিশনের মোকাবিলা করতে হবে। আইএল টি–২০, বিগ ব্যাশ অথবা দক্ষিণ আফ্রিকায়ও ভিন্ন কন্ডিশন। তারা যদি বিশ্বকাপ অথবা এশিয়া কাপে আসে, ভিন্ন কন্ডিশনের সামনে পড়বে। বিপিএলের কন্ডিশন এমন কিছুই হবে। কারণ, এটি বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গেলে বাউন্সের সামনে খেলতে হবে। প্রতিবছর আল্লাহ প্রকৃতিতেও ভিন্ন কিছু তৈরি করে। তবে বিপিএলের উন্নতির জন্য আরও কয়েক ধাপ এগোতে হবে।’

বিজ্ঞাপন

অন্যান্য লিগগুলোর মতো উন্নতি করতে হলে করণীয় কী, এমন প্রশ্নে রিজওয়ান বলেছেন, ‘দেখুন আমি (বিপিএল) কমিটিতে নেই। বিপিএল কয়েক ধাপ এগোবে। কারণ, তারা জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ছোট বোর্ড নয়। তারা জানে। বাংলাদেশের বড় বড় ক্রিকেটার আছে। অনেক বড় বড় দলের বিপক্ষে সিরিজ তারা জিতেছে। তারা জানে, কোথায় উন্নতি করতে পারে।’

এবারের বিপিএলে এখন পর্যন্ত পুরো ব্যর্থ রিজওয়ান। ৪ ম্যাচ খেলে ২১.৩৩ গড়ে রান করেছেন কেবল ৬৪। স্ট্রাইকরেট ৮৫.৩৩। পারফর্ম করতে পারছেন না কুমিল্লার অন্য ওপেনার লিটন দাসও। পাঁচ ম্যাচ খেলে মাত্র ৩৭ রান করতে পেরেছেন লিটন।

রিজওয়ান বললেন, তারা পারফর্ম করার জন্য পরিশ্রম করছেন, ‘আমি একজন মানুষ! কোনো মেশিন নই। দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। এটি ভালো। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’

‘লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দুর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সব সময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।’-যোগ করেন রিজওয়ান।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর