অবশেষে সাকিবের ব্যাটে রান, রংপুরের চ্যালেঞ্জিং স্কোর
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২০
ইনিংসে শুরুতে ঝড় তুলতে চেয়েছিলেন রংপুরের ওপেনার রনি তালুকদার। শেষ দিকে ঝড় তুলেছেন মোহাম্মদ নবি। মাঝে বাবর আজম ও সাকিব আল হাসানের কার্যকারী একটা জুটি হয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে চ্যালেঞ্জিং একটা স্কোর গড়েছে রংপুর রাইডার্স।
টস হেরে আগে ব্যাটিং করতে নামা রংপুর ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে। বড় স্কোরের দিনে রংপুরের বড় স্বস্তি নিশ্চয় সাকিব আল হাসানের রান পাওয়া।
অনেকদিন যাবত চোখের সমস্যায় ভোগা সাকিব ব্যাটিংটা একদমই হচ্ছিল না। চলতি বিপিএলে এর আগের পাঁচ ম্যাচের দুটিতে ব্যাটিং করতেই নামেননি। বাকি তিন ম্যাচে তার সর্বোচ্চ স্কোর ছিল ২ রান! আজ রান পেলেন সাকিব। ৩ ছয়, ১ চারে ২০ বলে ৩৪ রান করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের শুরুটা হয়েছে দুর্দান্ত। খুব একটা ফর্মে না থাকা রনি তালুকদার আজ দারুণ ব্যাটিং করেছেন। শুরুর ওভারগুলোতে ব্যাটে ঝড় তুলেছিলেন রনি। দলীয় ৬৭ রানের মাথায় ফেরার আগে ২৪ বলে ৬টি চার ১টি চয়ে ৩৯ রান করেছেন রনি।
অপর ওপেনার বাবর আজম ধরে খেলেছেন। তিনে নেমেছিলেন সাকিব আল হাসান। প্রথমে রয়েসয়ে খেললেও পরে ঝড়ো ব্যাটিং করতে চেয়েছেন। চতুরঙ্গা ডি সিলভাকে টানা দুই ছক্কা হাঁকিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকতকেও টানা দুই ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেছেন সাকিব। ফেরার আগে করেছেন ৩৪ রান।
একই ওভারে ফিরেছেন বাবর আজমও। চলতি বিপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নামা বাবর ৪৩ বলে ৫টি চারে ৪৭ রান করেছেন বাবর। এরপর শেষ দিকে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবি কার্যকরী দুটি ইনিংস খেলে রংপুরের স্কোরটা ভালো অবস্থানে নিয়ে গেছেন।
তাসকিন আহমেদের শেষ ওভারে তিন ছক্কা হাঁকানো মোহাম্মদ নবি ১৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। নুরুল হাসান সোহান ১০ বলে ১৬ রান করেছেন। ঢাকার হয়ে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন।
সারাবাংলা/এসএইচএস