Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৮
দুই দিনের বিরতি শেষে আবারও মাঠে গড়াল বিপিএল-২৪। সিলেট পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ঢাকা পর্বে এসে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল তারা।  শিশিরের কথা মাথায় রাখলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য ফরচুন বরিশালের জন্য বেশি বড় ছিল না। কিন্তু শক্তিশালী ব্যাটিংলাইনআপ নিয়েও রানটা তাড়া করতে পারেনি বরিশাল। চট্টগ্রাম ম্যাচ জিতেছে ১৬ রানে।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে ১৪৫ রান করে। জবাবে বরিশাল ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি। আগের ম্যাচে কঠিন পরিস্থিতিতে গিয়ে বরিশাল ম্যাচ জিতলেও এই ম্যাচে পেরে ওঠেনি।

স্বল্প পুঁজি নিয়ে জয়ের জন্য চট্টগ্রামের শুরুতে উইকেটের প্রয়োজন ছিল। পঞ্চম ওভারে আল-আমিন দলের হয়ে কাজের কাজ করে দেন। তিন বলের ব্যবধানে তার শিকার আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার। ১৭ বলে ১৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন শেহজাদ। সৌম্য জায়গায় দাঁড়িয়ে কাভার ড্রাইভ করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন।

এরপর পাওয়ার প্লে’র শেষ ওভারে চট্টগ্রাম আরেকটি সাফল্য পায় মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে। সেখান থেকে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু, প্রয়োজন অনুযায়ী রান তুলতে পারেননি তারা। আটঁসাঁট বোলিংয়ে চট্টগ্রামের বোলাররা তাদেরকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি পেতে দেননি। রান তোলায় গতি না থাকায় ব্যাটারদের ঝুঁকি নিতেই হতো। তা করতেই গিয়ে উইকেট হারিয়েছেন মুশফিক, তামিম, মালিক ও মাহমুদউল্লাহ।

১৬.৩ ওভারে শোয়েব মালিককে ফেরান নিহাদুজ্জামান। ১২ বলে ১৪ রান করেন পাকিস্তান অলরাউন্ডার। ১৮.৫ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে যান ৮ বলে ৩ রান করে। পরের বলে ফেরান আব্বাস আফ্রিদীকে। শেষের দিকে সাইফউদ্দিন ঝলক দেখা গেলেও ম্যাচ জেতাতে পারেননি এই পেস অলরাউন্ডার। মোহাম্মদ ইমরানকে নিয়ে ইনিংস শেষ করেন। দুটি করে চার ও ছক্কায় ১৮ বলে ৩০ রান করেন চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরা সাইফ উদ্দিন।

তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। চট্টগ্রামের জয়ের নায়ক পেসার শহীদুল ইসলাম। ৪ ওভারে ১ মেডেনে মাত্র ১৩ রানের খরচে ৩ উইকেট নেন ডানহাতি পেসার। এ জয়ে লিগ পর্বে দুইবারই চট্টগ্রামকে হারালো চট্টগ্রামে। প্রথম মুখোমুখিতে চট্টগ্রাম ১০ রানে জিতেছিল। আজ জয়ের ব্যবধান আরও বাড়ল।এর আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের ইনিংস এগিয়েছে দুই বিদেশি জশ ব্রাউন ও টম ব্রুসের কৃতিত্বে। বিপিএল অভিষেকেই তাঁকে নিয়ে আলোচনার একটা ঝলক দেখিয়েছেন ব্রাউন। প্রথমবার একাদশে সুযোগ পেয়ে খেলেছেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস। তাতেই চট্টগ্রামের সংগ্রহ ১৪৫ রানের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর