Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের কাছে আবারও ঢাকার হার

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১১

বিপিএল ২০২৪-এ নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠ সিলেটে তারা হারায় দুর্দান্ত ঢাকাকে। এক ম্যাচ পর আবার সেই দলকে পেয়ে দ্বিতীয় জয়ের দেখা পেলো সিলেট। মোসাদ্দেক হোসেন সৈকতের ইনজুরিতে ঢাকার নেতৃত্ব পান তাসকিন আহমেদ। তার অধিনায়কত্বে খেলতে নেমে মাত্র ১২৫ রানের লক্ষ্য দেয় সিলেটকে। মামুলি লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সিলেট।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে ঢাকা। শুরুটা ভালো হলেও শেষ দিকে এসে রান তুলতে পারেনি ঢাকা। মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়ে ৮ উইকেটে ১২৪ রানে থামে ঢাকা।

বিজ্ঞাপন

জবাবে খেলতে নেমে সিলেটও ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে। পাওয়ার প্লের আগে ৪১ রানে ঢাকা তিন উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিল সিলেটকে। ৭৪ রানে ৫ উইকেট হারায় তারা, তাতে ম্যাচ জমজমাট হয়ে উঠেছিল। তবে দুই বিদেশি বেনি হাওয়েল ও রায়ান বার্লের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৯তম ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। হাওয়েল ২৬ বলে ৩০ রান করেন এবং বার্ল অপরাজিত ছিলেন ৩১ বলে ২৯ রানে।

ঢাকার বোলারদের মধ্যে ২৭ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন শরিফুল। বাকি দুটি উইকেট নেন উসমান কাদির।

পয়েন্ট টেবিলে দুই দলই সবার নিচে অবস্থান করছে। আজকের ম্যাচ জিতে সিলেট ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে। এক জয়ে ঢাকার অবস্থান সাতে।

সারাবাংলা/এসএস

বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স বনাম দুর্দান্ত ঢাকা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর