Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয়তা আর বিতর্ক শেষে বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৬

বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে হয়ে গেল চরম নাটকীয়তা। মূল ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারের ১১ শটে মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে জিতে জয়োল্লাসে মাতে ভারত। তবে এর কিছুক্ষণ পরেই ম্যাচ কমিশনার নিজের ভুল শোধরাতে যাওয়ায় ফের তৈরি হয় নাটক। টসের সিদ্ধান্ত বাতিল করলে ভারত আর খেলতে রাজী হয়নি। বাংলাদেশ দল ৩০ মিনিট মাঠে অবস্থান করার পর, লম্বা আলোচনা শেষে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করতে থাকে ভারত। ম্যাচের ৮ মিনিটেই সেই আক্রমণের ফল পায় সফরকারী দল। অধিনায়ক নিতু লিন্ডার পাস ধরে দ্রুত গতিতে বাংলাদেশের বক্সে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন শিবানি দেবি। এক গোলে পিছিয়ে গিয়েও আক্রমণ ধারালো করতে পারছিল না বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল ১-০ গোলেই হারতে যাচ্ছে বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সাগরিকার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পরে দুই দলের এগারো শটের সবগুলোই গোল হলে খেলা বন্ধ করে ম্যাচ রেফারির কাছে ম্যাচ কমিশনার টস করার বার্তা দেন। এমন সিদ্ধান্ত বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ। যদিও টস করতে যান বাংলাদেশ অধিনায়ক আফিদা খাতুন। তাতে জিতে ভারত আনন্দ শুরু করলে হতাশায় নুয়ে পড়ে স্বাগতিকরা। নাটকের যে তখনো বড় অংশ বাকি কে জানত!

ম্যাচ কমিশনার পরে নিজের ভুল বুঝতে পারেন। টসের সিদ্ধান্ত বাতিল করে টাইব্রেকারের পেনাল্টি শ্যুট আউট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে আগে একবার জয়ী ঘোষণা করায় ভারত খেলতে রাজী হয়নি। তারা মাঠ ছেড়ে বেরিয়ে যায়। বাংলাদেশ দল মাঠে অবস্থান করে সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকে।

৩০ মিনিট অপেক্ষার পর মাঝমাঠে মঞ্চ সাজানো হয়। সেখানে সাফ কর্তৃপক্ষ দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। শেষ হয় প্রায় পাঁচ ঘন্টার ঘটনাবহুল ফাইনাল।

১০টা ২০ মিনিটে মঞ্চ সাজানো শুরু হয়। বাফুফের মিডিয়া বিভাগ থেকে প্রেসবক্সে বার্তা পাঠানো হয়, মঞ্চেই শিরোপা জয়ী দলের নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের মেয়েদেরকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। হাসিমুখে ক্যামেরাবন্দি হতে থাকেন তারা।

বিজ্ঞাপন

সমাপণী অনুষ্ঠানের মঞ্চে আসেনি ভারতের পুরো দল। উপস্থিত ছিলেন দলটির অধিনায়ক নিতু লিণ্ডা। রাত ১০টা ৩৫ মিনিটে পুরস্কার বিতরণী মঞ্চে আসেন ক্রীড়া ও যুব মন্ত্রী নাজমুল হাসান পাপন। এ ছাড়া সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফের নারী ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ অনেকে। দুই দলের অধিনায়কের হাতে শিরোপা তুলে দেন নাজমুল হাসান।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম ভারত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর