সেঞ্চুরি পূর্ণ করার পর হাতে থাকা ব্যাটটা দিয়ে শূন্যে আঘাত করতে চাইলেন। যেন ক্ষোভ উগড়ে দিলেন তাওহিদ হৃদয়! চলতি দশম বিপিএলে সেভাবে ব্যাট হাসছিল না হৃদয়ের। রান পাচ্ছিলেন না নিয়মিত। আবার রান পেলেও স্ট্রাইকরেট প্রত্যাশামতো হচ্ছিল না। আজ সব আক্ষেপ ফু মেরে উড়িয়ে দিলেন।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন হৃদয়। চলতি দশম বিপিএলে প্রথম সেঞ্চুরি এটা। হৃদয়ের ক্যারিয়ারেও প্রথম সেঞ্চুরি। তার অপরাজিত অসাধারণ সেঞ্চুরিতে দারুণ এক জয় তুলে নিয়েকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষে আগে ব্যাটিং করে ১৭৫ রানের বড় স্কোর গড়েছিল দুর্দান্ত ঢাকা। বড় স্কোরের জবাব দিতে নেমে প্রথম ওভারেই লিটন দাস ফিরলে ক্রিজে নামেন হৃদয়।
এরপর ম্যাচ শেষ হওয়ার পর্যন্ত অপরপ্রান্ত থেকে একটার পর একটা উইকেট পতন হতেই শুধু দেখেছেন হৃদয়। তবে অপরপ্রান্তে নিজে ছিলেন অপ্রতিরোধ্য। টপাটপ উইকেট পরেছে বলে প্রথম দিকে খুব একটা চড়াও হতে পারেননি হৃদয়।
হাফ সেঞ্চুরি করেছেন ৩২ বলে। কিন্তু যখন দেখলেন অপরপ্রান্ত থেকে তেমন কেউ দাঁড়াতে পারছেন না তখন নিজের কাঁধেই যেন সব দায়িত্ব তুলে নিতে চাইলেন। পরের ২০ বলে করেছেন আরও ৫০ রান! স্পিন-পেস ঢাকার কোনো বোলারকেই পাত্তা দেননি হৃদয়। একপ্রান্তে রীতিমতো ঝড় তুলে কুমিল্লাকে জিতিয়েছেন, নিজেও সেঞ্চুরি পূর্ণ করেছেন।
দলের জয় নিশ্চিত হওয়ার সময় শেষ পর্যন্ত ৫৭ বলে ৮টি চার ৭টি ছক্কার সাহায্যে ১০৮ রানে অপরাজিত ছিলেন হৃদয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে হৃদয়ের প্রথম সেঞ্চুরি এটা। এর আগে সর্বোচ্চ ছিল ৮৫ রান।