টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশালের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই বিদায় তামিম ইকবাল। পরের ওভারে ফিরে গেলেন আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিমও। সেই বরিশাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে শেষ পর্যন্ত গিয়ে থামল ১৮৯ রানে! শুরুতেই তিন উইকেট পরে যাওয়া বরিশালের হয়ে পরে অসাধারণ এক জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার।
জাতীয় দলের দুই ক্রিকেটারের ব্যাটে শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল স্কোর গড়েছে ফরচুন বরিশাল। চলতি দশম বিপিএলে বরিশালের এটা সর্বোচ্চ রানের স্কোর।
শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু নিজে সুবিধা করতে পারেননি, দলের টপ অর্ডারও আজ ব্যর্থ হয়েছে। দলীয় ১৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়ে ফেলে বরিশাল।
সেখান থেকে দলটা কতদূর যেতে পারবে সেটা তখন বড় দুশ্চিন্তা। মাহমুদউল্লাহ রিয়াদ আর সৌম্য সরকার সেই দুশ্চিন্তা ফুঁ মেরে উড়িয়ে দিয়েছেন। শুরুতে দুজনেই রয়েসয়ে খেলেছেন। তবে ক্রিজে সেট হওয়ার পর প্রতিপক্ষের বোলারদের স্রেফ কচুকাটা করেছেন।
চতুর্থ উইকেট জুটিতে ৮৫ বলে ১৩৯ রান তোলেন দুজন। মাহমুদউল্লাহ মাত্র ৪৭ বলে ৭টি চার ৪টি ছক্কায় ৭৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। শেষ দিকে সৌম্য সরকারের সঙ্গে ঝড়ে যোগ দেন শোয়েব মালিক। সৌম্য শেষ পর্যন্ত ৪৮ বলে ৪টি চার ৬টি ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন। শোয়েব মালিক ১০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
ঢাকার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।