নান্নু-বাশার বাদ, প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল থেকে বাদ পরেছেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। সাবেক ক্রিকেটার হান্নান সরকার নির্বাচক প্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন।
২০১৬ সালের পর নির্বাচক প্যানেলে পরিবর্তন আনল বিসিবি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল সর্বশেষ নির্বাচক প্যানেলের তিন সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের। মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। তবে আব্দুর রাজ্জাকের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
মিনহাজুল আবেদিন নান্নুর জায়গায় প্রধান নির্বাচক হিসেবে দায়ীত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগে বিসিবির পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপর দিকে হাবিবুল বাশার সুমনের জায়গায় দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার হান্নান সরকার যুব দলের প্রধান নির্বাচকের দায়িত্ব ছিলেন। যুব পর্যায়ে দারুণ কাজের পুরস্কার হিসেবেই জাতীয় দলের নির্বাচক প্যানেলে জায়গা পেলেন হান্নান।
সারাবাংলা/এসএইচএস