জ্যাকসের সেঞ্চুরি, লিটনের ঝড়, কুমিল্লার রেকর্ড
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪১
চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত। বিপিএলের চট্টগ্রাম পর্বে যে রান উঠবে তেমন প্রত্যাশা আগে থেকেই ছিল। প্রথম ম্যাচেই প্রত্যাশার ষোলোআনা উসুল করে দেখালের উইল জ্যাকস, লিটন দাস, মঈন আলীরা! স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ব্যাটে রীতিমতো ঝড় তুলেছেন কুমিল্লার এই তিন ব্যাটার।
সেঞ্চুরি করেছেন উইল জ্যাকস। হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাস ও মঈন আলী। তিনজনের ব্যাটিং ঝড়ে ২৩৯ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা। বিপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ২০০৯ সালের বিপিএলে এই চট্টগ্রামের বিপক্ষেই ২৩৯ রান তুলেছিল রংপুর। যা এতোদিন এককভাবে বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল। সেই ম্যাচটাও অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। মজাব ব্যাপার হলো, বিপিএলের সেরা নয়টি স্কোরই হয়েছে চট্টগ্রামের পিচে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে প্রথমে ব্যাটিং করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। সেটাই হয়তো সবচেয়ে বড় ভুল ছিল!
ক্রিজে নেমে শুরু থেকেই রীতিমতো ঝড় তুলতে চেয়েছেন লিটন দাস ও উইল জ্যাকস। এবারের বিপিএলে সেভাবে হাসেনি লিটনের ব্যাট। আজ সব রাগ যেন উগড়ে দিতে চাইলেন! ফেরার আগে মাত্র ৩১ বলে ৯টি চার ৩টি ছয়ে ৬১ রান করেছেন লিটন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আজ তিনে নেমে গোল্ডেন ডাক মেরেছেন। চারে নামা ব্রোক গোস্টও (১১ বলে ১০ রান) সুবিধা করতে পারেননি। তবে পাঁচে নেমে শেষ দিকে ঝড় তুলেছিলেন মঈন আলী।
গতকাল বাংলাদেশে পৌঁছা মঈন আজ এবারের বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ইংলিশ অলরাউন্ডার। নেমেই ব্যাটে ঝড়। অপর দিকে উইল জ্যাকসের দাপট অব্যাহতই ছিল। চলতি বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিই তুলে নিয়েছেন জ্যাকস।
কুমিল্লার নির্ধারিত ২০ ওভার যখন শেষ হলো জ্যাকস তখন ৫৩ বলে ১০৮ রানে অপরাজিত। তিনি চার মেরেছেন ৫টি, আর ছক্কা ১০টি! মঈন আলী ২৪ বলে ২টি চার ৫টি ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন।
সারাবাংলা/এসএইচএস