চলতি বিপিএলের দ্রুততম ফিফটি হাঁকালেন সাকিব
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯
চলতি বিপিএলে সাকিব আল হাসানকে ঘিরে চলছে নানান আলোচনা সমালোচনা। চোখের সমস্যার কারণে খেলেননি কয়েকটি ম্যাচ। ব্যাট হাতেও যাচ্ছিল খরা। তবে সাকিব ফিরেছেন চট্টগ্রামে। ব্যাট হাতে ঝড় তুলে এবারের বিপিএলের দ্রুততম অর্ধশতক হাকিয়েছেন। খুলনা টাইগার্সের বিপক্ষে মাত্র ২০ বলে ফিফটি করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক।
খুলনার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। আর নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন সদ্যই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়া সাকিব। একের পর এক বল আছড়ে ফেলতে থাকেন গ্যালারিতে। নাসুম আহমেদের করা ষষ্ঠ ওভার থেকে তিনটি ছয় আর দুটি চারে নেন ২৬। এরপর ২০ বলে পূর্ণ করেন অর্ধশতক।
এই রিপোর্ট লেখা অবধি সাকিব আল হাসান ৩০ বলে ৬টি করে ছয় ও চারে ৬৯ রানে ব্যাট করছেন।
এর আগে এভিন লুইসের ২১ বলে ফরচুন বরিশালের বিপক্ষে করা অর্ধশতকই এবারের বিপিএলের দ্রুততম ছিল। এবার সাকিব তা ভেঙে গড়লেন নতুন রেকর্ড।
এদিকে ঘরের মাঠে আসন্ন শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নাম নেই সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। নেই সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল কোনো দলেই নেই।
সারাবাংলা/এসএস