Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামেও ঢাকার দুর্দশা চলছে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০

দশম বিপিএলে দুর্দান্ত ঢাকার দুর্দশা  চলছেই! জয় দিয়ে বিপিএল শুরু করা দলটা তারপর টানা নয় ম্যাচ হেরে টুর্নামেন্টে টানা সর্বোচ্চ হারের রেকর্ড গড়েছে। আজও বুঝি সেই হতাশা থেকে বেরুনো হচ্ছে না! কারণ খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ১২৮ রানের বেশি তুলতে পারেনি ঢাকা।

বিপিএলে চট্টগ্রাম পর্বে দেদারছে রান উঠছে। সেখানে ১২৮ রানের স্কোর জয়ের জন্য মোটেও যথেষ্ট নয়। এর আগে বিপিএলের ঢাকা ও সিলেট পর্বে টানা ম্যাচ হেরেছে ঢাকা। চট্টগ্রামে গিয়েও বুঝি তাসকিন আহমেদদের ভাগ্য বদলাচ্ছে না।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছিল ঢাকা। কিন্তু সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি সামান্যতমও। শুরু থেকেই ব্যাটিংয়ে ভুগেছে দলটা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকা ওপেনার নাঈম শেখ আজ রান পাননি। ১১ বলে ৫ রান করে ওয়েন পার্নেলের বলে ফিরেছেন নাঈম। বাকিরাও সুবিধা করতে পারেননি। আজ খুলনার দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েন পার্নেল ও দেশীয় মুকিদুল ইসলাম মুগ্ধর পেসের বিপক্ষে শুরু থেকেই ধুঁকেছে ঢাকা।

মাঝের ওভারগুলোতে অ্যালেক্স রোস ও ইরফান শুক্কুর প্রতিরোধ গড়ে চেয়েছিলেন বটে। কিন্ত বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি দুজন, ইনিংস বড় করতেও পারেননি। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ধরে খেলে ২৩ বলে ২৬ রান করেছেন। ইরফান শুক্কুর ২৬ বলে ২৫ রান করেছেন। অ্যালেক্স রোস ৩৫ বলে ২৫ রান করেছেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমেছে ঢাকা। খুলনার হয়ে ওয়েন পার্নেল ৪ ওভারে ১৯ রান খরচায় তিন উইকেট নিয়েছেন। মুকিদুল ইসলাম মুগ্ধ ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৪

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর