রোনালদোর অবদানে আল নাসেরের টানা পঞ্চম জয়
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৪
২০২৩ সালের ডিসেম্বরে শেষবার সৌদি লিগে হারের মুখ দেখতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরকে। এরপর আর ফিরে তাকাতে হয়নি রোনালদোদের। আল নাসেরের জয়রথ ছুটছেই। এর শেষটি এলো আল ফাতেহর বিপক্ষে। যেখানে গোল করে দলের জয়ে বড় অবদান ক্রিস্টিয়ানো রোনালদোরও। তার সঙ্গে ওটাভিওর গোলে ২-১ ব্যবধানের জয় পেয়েছে আল নাসের।
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ফায়াহর বিপক্ষে নিজের হাজারতম ম্যাচে গোল করে রাঙিয়েছিলে রোনালদো। আল নাসরের জয়ে পর্তুগিজ মহাতারকা রাখলেন বড় ভূমিকা। আল ফাতেহকে হারিয়ে আল হিলালের সঙ্গে ব্যবধান কমাল আল নাস্র।
১৭তম মিনিটে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ২৯তম মিনিটে সমতা ফেরান সালেম আল নাজদি। ৭২তম মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যাওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।
সুলতান আল ঘান্নামের ক্রসে কাছের পোস্ট নিয়ে দিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন রোনালদো। গোলরক্ষক ভেবেছিলেন তিনি হয়তো শট নিতে পারেন দূরের পোস্টে। কিন্তু তাকে চমকে দিয়ে কাছের পোস্টেই শট করেন রোনালদো। খুব কাছে থাকলেও গোলরক্ষক বলের নাগাল পাননি। চলতি আসরে এটি রোনালদোর ২১তম গোল।
লিগে আল নাসেরের এটি টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।
সারাবাংলা/এসএস