Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় লিগে ফিরছেন মোস্তাফিজ-সৌম্যরা


১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৫

সিনিয়র করেসপন্ডেন্ট

বিপিএলের উত্তাপ আপাতত শেষ, জানুয়ারি এলেই গায়ে লাগতে শুরু করবে ত্রিদেশীয় সিরিজের আঁচ। এর মধ্যেই অবশ্য বিশ্রাম নেওয়ার ফুরসত নেই জাতীয় দলের অনেক ক্রিকেটারদের। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা নেমে যাচ্ছেন সাদা পোশাকে। সবকিছু ঠিক থাকলে কাল জাতীয় লিগে মাঠে নামার কথা মুশফিক, মোস্তাফিজ,সৌম্য সহ জাতীয় দলের অনেক ক্রিকেটারের।

এক অর্থে ওয়ালটন এলওটি স্মার্ট ফ্রিজ জাতীয় লিগের নিষ্পত্তি হয়েই গেছে। টিয়ার ওয়ানে এর মধ্যেই খুলনা চ্যাম্পিয়ন, শেষ রাউন্ডে তাই শিরোপাযুদ্ধটা জমজমাট হচ্ছে না একদমই। খুলনার পয়েন্ট এখন ১৬, দুইয়ে থাকা ঢাকার পয়েন্ট ১০। টিয়ার টুতেও ৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে রাজশাহী এর মধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। বরং যা একটু উত্তেজনা আছে টিয়ার ওয়ানে কারা নেমে যেতে পারে সেটি নিয়ে। রংপুরের পয়েন্ট এখন ১০, বরিশালের ৮। এই ম্যাচের ওপরে নির্ভর করবে টিয়ার ওয়ানে শেষ পর্যন্ত কারা থাকবে।

তবে জাতীয় দলের খেলোয়াড়দের মাথায় আপাতত এসব খুব একটা থাকার কথা নয়। বরং অনেক দিন পর নিজেদের সাদা পোশাকে ঝালিয়ে নেওয়াটাই হবে মূল লক্ষ্য। তবে মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও ইমরুল কায়েস- জাতীয় দলের এই পাঁচ ক্রিকেটার কাল মাঠে নামছেন না। এর মধ্যে তামিম-সাকিব দুজনেই টি-১০ ক্রিকেট খেলে মাত্র দেশে ফিরেছেন, ২৭ ডিসেম্বর থেকেই দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

সামনের ১৫ জানুয়ারি শুরু হচ্ছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। এরপর শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্ট ও দুই টি-টোয়েন্টিতে মুখোমুখি হবেন সাকিবরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি/১৯ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর