Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ২ ওভারে ৩৫ রান তুলে জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০১

জিততে হলে শেষ দুই ওভারে ৩৫ রান তুলতে হতো অস্ট্রেলিয়াকে। অসম্ভব সমীকরণ নয়, তবে বড্ডই কঠিন। অস্ট্রেলিয়ার হয়ে কঠিন এই সমীকরণ মিলিয়ে দিলেন টিম ডেভিড ও মিচেল মার্শ। নককামড়ানো উত্তেজনার টি-টোয়েন্টি ম্যাচে শেষ বলে চার হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন ডেভিড।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। পরে ৪ উইকেট হারিয়ে শেষ বলে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ২১৫ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নেমে শুরুতে ঝড় তুলতে চেয়েছেন দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। অবশ্য ইনিংস বড় করতে না পারার যন্ত্রণা সইতে হয়েছে দুজনকেই।

হেড ১৫ বলে ২৪ রান করে আউট হয়েছেন। আর ডেভিড ওয়ার্নার ২০ বলে ৩২ রান করে আউট হয়েছেন। তিনে নেমে অজি অধিনায়ক মিচেল মার্শ দুর্দান্ত একটা ইনিংস খেলে বেশ ভালোই টানছিলেন দলকে। চার নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েলের ১১ বলে ২৫ রানের ইনিংস বড় ভূমিকাই রেখেছে।

তবে ম্যাক্সওয়েল ফেরার পর জস ইংলিশ ক্রিজে নামার পরই বিপদ বাড়তে থাকে অস্ট্রেলিয়ার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারছিলেন না উইকেটরক্ষক এই ব্যাটার। ইংলিশ ২০ বলে ২০ রান করে ফিরলে বড় চাপেই পরে অস্ট্রেলিয়া। তবে টিম ডেভিডের শেষের ঝড়ে সেই চাপ অজিরা কাটিয়ে উঠেছেন দারুণভাবেই।

২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৬ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৪৪ বলে ২টি চার ৭টি ছয়ে ৭২ রানে অপরাজিত ছিলেন। আর জস ইংলিশ মাত্র ১০ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন।

বিজ্ঞাপন

এরআগে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের ব্যাটে এগিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার ফিন অ্যানলে ১৭ বলে ৩২ রান করে ফেরার পর দ্বিতীয় উইকেটে লম্বা একটা জুটি গড়ে তোলেন রবীন্দ্র-কনওয়ে। দ্বিতীয় উইকেটে ৬৪ বল খেলে ১১৩ রান তোলেন দুজন। ৩৫ বলে ২টি চার ৬টি ছয়ে ৬৮ রান করে আউট হয়েছেন রবীন্দ্র। কনওয়ে ৪৬ বলে ৫টি চার ২টি ছয়ে ৬৩ রান করেন।

শেষ দিকে গ্লেন ফিলিপস ১০ বলে ১৯ রান করে নিউজিল্যান্ডের স্কোর আরও বড় করেছেন। ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান তুলে থেমেছে নিউজিল্যান্ড। তবে তাতেও জয়ের দেখা মিলল না।

সারাবাংলা/এসএইচএস

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ