Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর ভেঙে জার্মান জাতীয় দলে ফিরলেন ক্রুস

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬

২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের কাছে হারের পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন টনি ক্রুস। ৩১ বছর বয়সে জার্মান জাতীয় দল থেকে বিদায় নেওয়ার তিন বছর পর অবসর ভেঙে ফিরলেন তিনি। মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন ক্রুস।

২০২২ কাতার বিশ্বকাপে জার্মান দলের ভরাডুবির পর থেকেই টনি ক্রুসকে জাতীয় দলে ফেরানোর কয়েক দফা চেষ্টা চালানো হচ্ছিল। জাতীয় দলের কোচ থেকে শুরু করে বোর্ডের কর্তারাও বারবার ক্রুসকে জাতীয় দলে ফেরানোর কথা বলতে শুরু করেন। অবশেষে অবসর ভাঙার ঘোষণা দিলেন ক্রুস।

বিজ্ঞাপন

জাতীয় দলে ফেরার ব্যাপারে ক্রুস বলেন, ‘আমি বিশ্বাস করছি যে এই দলের ইউরোতে বিশেষ কিছু করার ক্ষমতা রয়েছে।’

নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট করে জাতীয় দলে ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন ক্রুস।

বিদায় বলে দিলেন ক্রুস

তিনি আরও বলেন, ‘আমি আগামী মার্চে আবারও জার্মান জাতীয় দলের হয়ে খেলব। কেন? কারণ জাতীয় দলের কোচ আমাকে খেলার জন্য অনুরোধ করেছেন। আমি খেলার মানসিকতায় আছি। আমি বিশ্বাস করি এবারের ইউরোতে এই দলের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। অন্যরা আমাদের ওপর বিশ্বাস না করলেও আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখছি।’

২০১০ সালে জার্মান জাতীয় দলে অভিষেক হয় টনি ক্রুসের। এরপর থেকে দলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন ক্রুস। আর ২০১৪ সালের ব্রাজিলে জার্মানির বিশ্বকাপ জয়ে রাখেন বড় ভূমিকা। জার্মানির হয়ে মোট ১০৬টি ম্যাচ খেলেছেন ক্রুস আর নামের পাশে ১৭টি গোলের পাশাপাশি যোগ করেন ১৯টি অ্যাসিস্ট। এরপরেই জাতীয় দলকে বিদায় জানান ক্রুস।

বিজ্ঞাপন

আগামী ২৪ মার্চ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে দ্বিতীয় দফায় অভিষেক ঘটতে যাচ্ছে টনি ক্রুসের। এরপর ২৭ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখা যেতে পারে তাকে।

সারাবাংলা/এসএস

অবসর ভাঙলেন জার্মান জাতীয় দল টনি ক্রুস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর