চমক থাকছে বিপিএলের ফাইনালের একাদশে!
১ মার্চ ২০২৪ ১৪:১০
শেষ ধাপে এসে দাঁড়িয়েছে দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ রাতে টুর্নামেন্টের ফাইনাল। প্রায় দেড় মাসের ক্রিকেট উদ্বোদনা শেষে বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।
আজ শুক্রবার (১ মার্চ ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। কেমন হতে পারে ফাইনালের একাদশ? ফাইনালের একাদশেও কি চমক থাকছে?
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনের কারণেই এমন প্রশ্ন উঠছে। একাদশে হুটহাট চমক আনা সালাউদ্দিনের নিয়মিত কাজ। চলতি বিপিএলে এমন করেছেন বেশ কয়েকবার। হুট করেই কোনো তরুণকে একাদশে জায়গা করে দিয়েছেন। তারা অবশ্য পারফর্মও করেছেন।
রংপুর রাইডার্সের বিপক্ষে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যেমন যুব দলের পেসার রোহানতদৌল্লাহ বর্ষণকে মাঠে নামিয়ে দিয়েছিলেন। বিপিএলে সেটা ছিল বর্ষণের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের শুরুর দিকে আলিস আল-ইসলাম দারুণ বোলিং করছিলেন। কিন্তু বেশ কয়েক ম্যাচ ধরে তাকে একাদশে জায়গাই দেননি সালাউদ্দিন। সালাউদ্দিনের এই অদল-বদল কাজেও এসেছে। ফাইনালেও কুমিল্লার কোচ এমন মাইন্ড গেম খেলেন কিনা সেটাই দেখার বিষয়।
অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়া কুমিল্লার তারকা পেসার মোস্তাফিজুর রহমান সেরে উঠেছেন। আজ ফাইনাল ম্যাচে একাদশে দেখাও যেতে পারে মোস্তাফিজকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তরুণ মুশফিক হাসান। সুযোগ পেয়ে পারফর্ম করতে না পারা মাহিদুল ইসলাম অঙ্কনকেও বাতিলের খাতায় রাখতে পারেন সালাউদ্দিন।
অপর দিকে তামিম ইকবালের ফরচুন বরিশালে মোটামুটি সবাই পারফর্ম করছেন। যে দু’একজন অফ ফর্মে আছেন তাদের চেয়ে ভালো ক্রিকেটার বেঞ্চেও নেই বরিশালের। ফলে আজও অপরিবর্তিত একাদশ নিয়েই হয়তো মাঠে নামতে দেখা যাবে বরিশালকে।
ফাইনালে দুই দলের সম্ভাব্য একাদশ:
ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
সারাবাংলা/এসএইচএস