২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
২ মার্চ ২০২৪ ১৪:১৭
বিপিএল উন্মাদনা শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে শ্রীলংকা ক্রিকেট দল। লংকানদের বিপক্ষে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের টিকিটমূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের ম্যাচ।
শনিবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটমূল্য জানিয়েছে বিসিবি। সিরিজে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ১৫০০ টাকায়। গ্রিন ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজ ৫০০ ও ইস্টার্ন গ্যালারির জন্য খরচ করতে হবে ৩০০ টাকা।
টিকিট কেনা যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাভিবাজারের কাউন্টার থেকে। সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।
দুই দলের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৪ মার্চ মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে- ৬ ও ৯ মার্চ।
এই সিরিজ শেষে সফরকারী শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্টও খেলবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস