বাংলাদেশে আসছেন জয়াসুরিয়া
৫ মার্চ ২০২৪ ২০:০৯
বাংলাদেশে আসছেন শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে শ্রীলংকা ক্রিকেট দল। সনাৎ জয়াসুরিয়া শ্রীলংকান দলের পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রেক্ষিতেই জয়াসুরিয়ার বাংলাদেশ সফরে আসার আয়োজন।
চলতি বছর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজটাই শ্রীলংকার শেষ সিরিজ। ফলে ক্রিকেটারদের পরখ করে দেখতে বাংলাদেশে আসছেন জয়াসুরিয়া।
আগামীকাল বুধবার (৬ মার্চ) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ-শ্রীলংকা। তার আগেই শ্রীলংকা দলের সঙ্গে যোগ দিবেন জয়াসুরিয়া।
এর আগে একাধিকবার শ্রীলংকা দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়াসুরিয়া। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রথমবার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। তারপর দায়িত্বে পুনরায় ফিরেছিলেন ২০১৬ সালে, ছিলেন ২০১৭ সাল পর্যন্ত।
উল্লেখ্য, গতকাল বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে জিতেছে শ্রীলংকা। আগে ব্যাটিং করে ২০৬ রানের পাহাড় গড়েছিল শ্রীলংকা। পরে বাংলাদেশ থেমেছে ২০৩ রানে।
সারাবাংলা/এসএইচএস