সৌম্যর আউট বিতর্ক নিয়ে ম্যাচ রেফারির কাছে যেতে পারে শ্রীলংকা
৭ মার্চ ২০২৪ ১০:১২
সম্প্রতি কয়েক বছর ধরে বাংলাদেশ-শ্রীলংকা লড়াই মানেই যেন বাড়তি উত্তেজনা! নিদাহাস ট্রফিতে ‘নাগিন ড্যান্স’ থেকে শুরু। গত বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইম আউট করে সেই উত্তেজনা আরও বেড়েছিল। কাল দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের নট আউট সিদ্ধান্ত সেসবে আবার যেন ঘি ঢালল!
গতকাল সিলেটে বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টি-টোয়েন্টিতে সৌম্য সরকারের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচে চতুর্থ ওভারে লংকান পেসার বিনুরা ফার্নান্দোর বলে পুল করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য। বল উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার পর আবেদন করেন লংকান ক্রিকেটাররা। ফিল্ড আম্পায়ার গাজী সোহেল কট বিহাইন্ড আউট দিয়ে দেন।
সৌম্য রিভিউ নিয়ে নেন। পরে টিভি স্কিনে দেখা যায় আলট্রা-এজে স্পাইক হয়েছে। আউট ভেবে সৌম্য হাঁটাও শুরু করেন ড্রেসিংরুমের দিকে। কিন্ত টিভি আম্পায়ার মাসুদুর রহমান সিদ্ধান্ত পরিবর্তন করেন। নট আউট দিয়ে দেন। আলট্রা-এজে স্পাইক থাকার পরও বল ও ব্যাটের মধ্যে ফাঁক দেখেছেন বলে জানান মাসুদুর রহমান। এই সিদ্ধান্তের পর মাঠেই প্রতিবাদ জানান শ্রীলংকান ক্রিকেটাররা। মাঠের বাইরে থেকেও লংকানদের প্রতিবাদ দেখা গেছে। বিষয়টি নিয়ে ম্যাচ রেফারির কাছে যাওয়ার কথা ভাবছেন লংকানরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই জানালেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নাওয়াজ। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মাঠের আম্পায়ার আউট দিয়েছেন। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিলের জন্য চূড়ান্ত প্রমাণ থাকতে হয়।’
তিনি যোগ করেন, ‘এটা স্পষ্ট, একটা স্পাইক ছিল। আমরা বড় পর্দায় তা দেখেছি। সেখানে কী ঘটেছিল তা বোঝার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ রেফারির পর্যন্ত যেতে হতে পারে। পর্দায় যা দেখা গেছে, মন্তব্য করার জন্য সেটা যথেষ্ট ছিল না। আমি নিশ্চিত, টিভি আম্পায়ারের কাছে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলের পর্যাপ্ত প্রমাণ থাকবে।’
এদিকে বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না। ‘আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত’ বলে মন্তব্যই করতে চাননি বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘স্পষ্টভাবেই ওটা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ছিল। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ছিল না। আমার মনে হয় না যে কোনো মন্তব্য করার প্রয়োজন আছে।’
গতকাল শ্রীলংকাকে শেষ পর্যন্ত ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে জিতেছিল শ্রীলংকা।
সারাবাংলা/এসএইচএস