Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ম্যাশের উপহার


১৯ ডিসেম্বর ২০১৭ ১৯:১৬

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা উঠেছে রংপুর রাইডার্সের হাতে। প্রথমবারের মতো বিপিএলের কোনো দলের মালিকানা নেয়া বসুন্ধরা গ্রুপের এই দলকে শিরোপা পাইয়ে দেন মাশরাফি বিন মর্তুজা। শিরোপা জয়ী এই টাইগারের চাওয়া মতো রংপুর মালিকপক্ষ তার জন্মস্থান নড়াইলের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।

বিপিএল শুরুর আগেই রংপুরের অধিনায়ক মাশরাফি তার জন্মস্থান নড়াইলবাসীর জন্য রংপুর রাইডার্স মালিকপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন।

নড়াইলে অবস্থিত ডায়াবেটিক হাসপাতালে মাশরাফির চাওয়া মতো অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে। অত্যাধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বলেন্সটির আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

এই প্রসঙ্গে মাশরাফি জানান, ‘বিপিএলের পঞ্চম আসর শুরুর আগেই রংপুর রাইডার্সের মালিক সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে আমি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিলাম। নড়াইল ডায়াবেটিক হাসপাতালটি বেশ কিছুদিন যাবত কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রয়োজনীয় তালিকার সবার উপরে ছিল একটি অ্যাম্বুলেন্স। ফাইনাল খেলা শেষ হবার ৫ দিনের মাথায় ‘রংপুর রাইডার্স’ আমার তথা নড়াইলবাসীর কথাটি রাখল। অনেক সুবিধাবঞ্চিত রোগী সরাসরি এখন এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন।’

এদিকে রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানায়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/১৯ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর