যে কারণে ম্যাচ হারল বাংলাদেশ
৯ মার্চ ২০২৪ ২১:৫২
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আজ আগে বোলিং করে শ্রীলংকাকে ১৭৪ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। এই রানকে খুব কঠিন সংগ্রহ বলা যাবে না। কারণ আধুনিক টি-টোয়েন্টিতে এমন রান হরহামেশাই উঠছে। তাছাড়া সিলেটের উইকেটও যথেষ্ট ব্যাটিং সহায়ক। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারতে হলো বড় ব্যবধানেই।
১৪৬ রানে গুটিয়ে গিয়ে ২৮ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে নুয়ান তুশারার সেই স্পেল। পাথিরানার ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া তুশারা আজ ৪ ওভার বোলিং করে ২০ রানে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে একটা হ্যাটট্রিকও আছে।
ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসে দুর্দান্ত এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন তুশারা। পরপর তিন বলে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহকে। দলীয় ১৫ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। রান যতোই সাধ্যের মধ্যে হোক, এরপর কী আর জেতা যায়! বাংলাদেশ পারেওনি জিততে। নাজমুল হোসেন শান্ত মনে করছেন, তুশারার সেই স্পেলই পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার তো মনে হয় ওই একটা যদি ওভার আরেকটু বেটার খেলতে পারতাম কিংবা নতুন বলটা আরেকটু ভালো খেলতে পারতাম তাহলে হয়তো ডিফারেন্ট বল গেম হতে পারতো। আমার তো মনে হয়ে এমন সবসময় হয় না। তবে আমার মনে হয় বোলারকে ক্রেডিট দিতে হবে, খুব একটা সহজ ছিল না। এই রকম সময়ে আমরা কীভাবে আমরা ওভারটা মিনিমাইজ করতে পারি এটাও ইম্পরট্যান্ট।’
কেন তুশারার বিপক্ষে হিমশিম খেল বাংলাদেশ? নাজমুল হোসেন শান্ত ব্যাখ্যা করেছেন এভাবে, ‘ওর অ্যাকশনটা তো অবশ্যই একটি ডিফারেন্ট। আমরা তো নরমালি ওই ধরণের অ্যাকশন খুব বেশি যে খেলি তা না। আগের দুই ম্যাচে পাথিরানাকে খেলেছিলাম, ভালোই হ্যান্ডল করেছিলাম। তবে আমার মনে হয় শুরু থেকেই ওই অ্যাকশনের সঙ্গে বল একটু সুইংও করছিল, একটু ডিফিকাল্টও ছিল।।’
তরুণ তুশারা মূলত লাথিস মালিঙ্গার মতো স্লিঙ্গার ধরণের বোলার। তার বোলিং অ্যাকশনে আছে ভিন্নতা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবকিছুকেই মানিয়ে নিতে হবে। শান্তও সেটাই বললেন, ‘ইন্টারন্যাশনাল লেভেলে এই সব চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে। আর কীভাবে আমরা আরও ব্যাটার ক্রিকেট খেলতে পারি এটা নিয়ে প্ল্যান করতে হবে।’
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস