হৃদয়কে জরিমানা করল আইসিসি
১১ মার্চ ২০২৪ ০০:২৭
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা সব মিলিয়ে ভালো যায়নি তাওহিদ হৃদয়ের। সদ্য শেষ হওয়া বিপিএলে রান বন্যা বইয়ে দিলেও লংকানদের বিপক্ষে তার ব্যাট প্রত্যাশিতভাবে হাসেনি। শেষ টি-টোয়েন্টিতে গোল্ডেন ডাক মেরেছেন হৃদয়। এদিকে একই ম্যাচে মেজাজ হারিয়ে এবার জরিমানার কবলেও পড়তে হলো তরুণ ক্রিকেটারকে।
আইসিসির আচরণবিধি ভঙ্গ করার দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে হৃদয়কে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বলা হয়েছে, আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনালের ২.২০ ধারা ভঙ্গ করেছেন হৃদয়।
হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনেও নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পরেনি।
ঘটনাটি বাংলাদেশ-শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে। ব্যাটিংয়ে শূন্য রানেই আউট হয়ে মাঠ ছাড়ার সময় লংকান ক্রিকেটাররা হৃদয়কে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। তাতে মেজাজ হারান হৃদয়। শ্রীলংকান ক্রিকেটারদের দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে। আম্পায়ার, মাঠে থাকা অপর ক্রিকেটার সৌম্য সরকার, ড্রিংকস নিয়ে মাঠে ঢোকা তাইজুল ইসলামকে দেখা যায় হৃদয়কে শান্ত করতে।
মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ম্যাচ রেফারির কাছে হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ করেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস