Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের পথে হাঁটতে চান না শান্ত

স্পোর্টস করেসপেন্ডেন্ট
১২ মার্চ ২০২৪ ১৮:৫২

শান্তর ফিফটিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ

গত এশিয়া কাপের আগে হুট করেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব অধিনায়ক হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে ব্যাটিং অর্ডারে ওলট-পালট নিয়ে। এশিয়া কাপে এবং ওয়ানডে বিশ্বকাপেও দেখা গেছে ব্যাটিং অর্ডারের ওলট-পালট। তামিম ইকবালকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে রীতিমতো তুলকালামই হয়েছে দেশের ক্রিকেটে। সাকিবের জায়গায় এখন অধিনায়কত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন অধিনায়ক বলেছেন তিনি ব্যাটিং অর্ডারে অতো ওলট-পালট দেখতে চান না।

বিজ্ঞাপন

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পুরো সিরিজেই খেলছেন না সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতি নিয়ে কথা বলতে গিয়েই ব্যাটিং অর্ডারে অতিরিক্ত ওলট-পালট না করার বার্তা দিলেন নাজমুল হোসেন শান্ত।

এক প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘গত সিরিজে (ব্যাটিং অর্ডারে) খুব একটা অদলবদল হয়নি। এখন সাকিব ভাই নেই। দলের কম্বিনেশনে একটু এদিক–সেদিক করতে হয়। উনি থাকলে দল করাটা সহজ। এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাব। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি নাড়াচাড়া হবে না।’

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজটা ভালো খেলেছে বাংলাদেশ। সেই ধারবাহিকতা অব্যাহত রাখার পরিকল্পনা শান্তর। দল হিসেবে পারফর্ম করতে চান শান্ত।

বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।’

আগামীকাল মঙ্গলবার (১৩ মার্চ) মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলংকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর