Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক টেস্ট খেলেই অবসরে আয়ারল্যান্ড ব্যাটসম্যান


২৫ মে ২০১৮ ১৭:২৭

সারাবাংলা ডেস্ক ।।

ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নিলেন আয়ারল্যান্ড ব্যাটসম্যান এড জয়েস। গত বছরের জুনে আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১২ মে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বৃহস্পতিবার (২৪ মে) অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দেশের ও নিজের অভিষেক এই টেস্ট খেলে ক্যারিয়ারের সবচেয়ে বড় চাওয়া পূরণ হয়েছে বলে মনে করেন আইরিশ এই ব্যাটসম্যান। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নতুন দায়িত্ব নিচ্ছেন জয়েস। আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে এবার ব্যাটিং ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এর পাশাপাশি দেখবেন আয়ারল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স পদ্ধতিতেও।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মিডলসেক্স এবং সাসেক্সের সাবেক এই ক্রিকেটার ক্লাব ক্রিকেটে থাকবেন কিনা সেটা অবশ্য জানান নি। তবে লক্ষ্য অর্জনের পর এই সময়টাকেই অবসরে যাওয়ার সঠিক সময় বলে বেছে নিলেন জয়েস, ‘আমার মনে হচ্ছে অবসরে যাওয়া এবং নতুন অধ্যায় শুরু করার এটাই সঠিক সময়।’

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের কয়েকটি দিন ছিল আমার জন্য অবিশ্বাস্য। পেশাদারী ক্রিকেটে আমার শেষ ম্যাচ হিসেবে এই ম্যাচটি উপযুক্ত ছিল।’

আয়ারল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে সেরা ব্যাটিং গড় নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন জয়েস। তবে এর আগে ২০০৬-০৭ সাল পর্যন্ত আয়ারল্যান্ডে খেলার পর ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৭টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জয়েস। এরপর ভারতে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়ের ম্যাচে আইরিশদের হয়েই মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে ক্যারিয়ারের শেষ পর্যন্ত খেলেছেন আয়ারল্যান্ডের হয়েই।

বিজ্ঞাপন

অবসরের পর দলের দায়িত্ব কাঁধে নিচ্ছেন জয়েস, ‘আমি আয়ারল্যান্ড ক্রিকেটের কাছে কৃতজ্ঞ, কারণ আমাকে তারা দলের কোচিংয়ের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি কোচিং সম্পর্কে আমার আরো ভালো ধারণা নেয়া দরকার। তবে আমি মনে করি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা দিয়ে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিতে পারবো।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর