Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমকে যানজটের কবলে রেখে দুই তরুণ ওপেনারের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ১৭:০৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়ন বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে শুরুতেই খটকা! নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের বদলে প্রাইম ব্যাংকের হয়ে টস করতে এলেন মোহাম্মদ মিঠুন। টসে হেরে প্রাইম ব্যাংক প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেলে ওপেনিং করতে নামেন দুই তরুণ শাহাদাত হোসেন দীপু ও পারভেজ হেসেন ইমন! তাহলে দলটির অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল কই?

উত্তর জানা গেল অনেকটা পরে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রাদার্স বনাম প্রাইম ব্যাংকের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে। সকালে ঢাকা থেকে সাভারে যাওয়ার পথে ভয়াবহ ট্রাফিক জ্যামে পরেন তামিম। ঠিক সময়ে পৌঁছুতে পারেননি। ফলে তার বদলে টস করতে নেমেছিলেন মিঠুন।

বিজ্ঞাপন

এক হিসেবে কাজটা অবশ্য খারাপ হয়নি! তামিম উপস্থিত হতে না পারায় প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিং করতে নামা দুই তরুণ শাহাদাত হোসেন দীপু ও পারভেজ হোসেন ইমন দুজনেই সেঞ্চুরি পেয়েছেন। প্রথম উইকেট জুটিতে ২৪৬ রান তোলেন দুজন। ১১১ বল খেলে ১০টি চার ৪টি ছয়ে ১১৯ রান করেছেন দীপু। পারভেজ হোসেন ইমন ১২৯ বলে ৯টি চার ৮টি ছয়ে ১৫১ রান করেছেন।

তামিম মাঠে পৌঁঁছাতে পৌঁছাতে ম্যাচের ২০ ওভার শেষ! পরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার। তিনে নামার দিনটা সুখকর হয়নি তামিমের। ১৫ বলে ১৬ রান করে আউট হয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর