Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুন্দেস লিগায় রেকর্ড গড়লেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৪ ২৩:২০

রেকর্ড অর্থের বিনিময়ে টটেনহাম হটস্পার্স থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখান হ্যারি কেইন। আর বায়ার্নে নাম লিখিয়েই মুড়িমুড়কির মতো গোল করতে থাকেন। ডার্মস্টাডের বিপক্ষে এক গোল করার পাশাপাশি করেছেন অ্যাসিস্টও আর তাতেই দলের বড় জয় এসেছে। বুন্দেস লিগায় অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন বায়ার্ন মিউনিখ তারকা।

শনিবার ডার্মস্টাডের বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে জিতেছে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধেই গোল করে বুন্দেস লিগায় নতুন রেকর্ড গড়ে ফেলেন কেইন। চলতি আসরে ২৬ ম্যাচে কেইনের গোল হলো ৩১টি, ভেঙে গেল বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে জার্মান গ্রেট উয়ি সিলারের ৩০ গোলের রেকর্ড।

মৌসুমের শুরুতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় যোগ দেওয়া কেইনের বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল হলো ৩৫ ম্যাচে ৩৭টি, সঙ্গে অ্যাসিস্ট ১১টি।

পয়েন্ট তালিকার তলানির দলের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ২৮তম মিনিটে তাদের জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড টিম স্কারকি। অবশ্য ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সফরকারীরা। ৩৬তম মিনিটে জামাল মুসিয়ালা সমতা টানার পর কেইনের ওই গোলে এগিয়ে যায় তারা।

৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তরুণ জার্মান ফরোয়ার্ড মুসিয়ালা। ১০ মিনিট পর সের্গে জিনাব্রির গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বায়ার্ন। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড মাথিস টেল।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করেন অস্কার ভিলহেল্মসন।

২৬ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার লেভারকুজেন।

সারাবাংলা/এসএস

জার্মান বুন্দেস লিগা ডার্মস্টাড বনাম বায়ার্ন মিউনিখ হ্যারি কেইন


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর