Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ টেস্ট দলে নতুন চমক পেসার নাহিদ রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ২০:১২

শ্রীলংকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মূখ তরুণ পেসার নাহিদ রানা।

ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়া লিটন দাস ফিরেছেন টেস্ট দলে। গত নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন লিটন। দলে ফিরেছেন অপর তরুণ পেসার মুশফিক হাসানও। যদিও জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি তার।

লিটন ফেরায় বাদ পরেছেন অপর উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ছন্দহীনতায় বাদ পরেছেন পেসার মাহমুদুল হাসান। হুট করেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাওয়া স্পিনার হাসান মুরাদকেও ছেটে ফেলা হয়েছে স্কোয়াড থেকে।

২১ বছর বয়সী নাহিদ রানার স্কোয়াডে ডাক পাওয়াটা চমকই বটে। ২০২৩ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক তার। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ২৬ ইনিংসে ২১.৯২ গড়ে উইকেট নিয়েছেন ৬৩টি। পাঁচ উইকেট পেয়েছেন তিনবার।

ধারাবাহিক দ্রুত গতিতে বোলিং করতে পারা নাহিদ সাজা বাউন্স করতে পারেন দুর্দান্ত। নাহিদের অন্তর্ভূক্তিতে নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা মনে করি যে প্রথম টেস্টের জন্য বাছাই করা স্কোয়াডে খুব সুন্দর ভারসাম্য রয়েছে। আমাদের টেস্ট দল মোটামুটি মীমাংসা করেছে এবং একমাত্র নবাগত নাহিদ রানা। ছুটিতে থাকায় সবশেষ টেস্ট না খেলা লিটন (কুমার দাস) ফিরে এসেছে। সব বিভাগেই ভালো ব্যাকআপ আছে। আমার মনে হয় আমাদের এমন একটি দল আছে যারা সব কন্ডিশনের প্রয়োজনে মানিয়ে নিতে পারে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘রানা দারুণ সম্ভাবনাময় একজন ক্রিকেটার। ও সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার এবং সোজা বাউন্স করতে পারে। যদিও এটা ওর জন্য প্রথম, ওর প্রথম-শ্রেণীর রেকর্ড বেশ দুর্দান্ত। দলে আরেক তরুণ পেসার মুশফিক হাসান রয়েছে। এই পেসারদের পাওয়ার এটাই সঠিক সময় কারণ ইবাদত (হোসেন) চোটের কারণে বাইরে রয়েছে এবং তাসকিনও (আহমেদ) এই মুহূর্তে টেস্ট খেলছে না।’

বিজ্ঞাপন

লিটনের বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের এখন স্থিতিশীল টেস্ট স্কোয়াড আছে। লিটনের প্রত্যাবর্তন ব্যাটিংকে শক্তিশালী করেছে কারণ তার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা তার সামর্থ্যের উপর আস্থা রাখি। আমরা শাহাদাত হোসেন দিপুর মতো খেলোয়াড়দেরও সমর্থন করতে চাই যাকে আমরা ভবিষ্যতের ব্যাটসম্যান মনে করি।’

বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস

নাহিদ রানা বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর