Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগাল দল থেকে বাদ রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৯:৩৫

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ক্লাব ফুটবলে অংশগ্রহণ করা খেলোয়াড়রা ফিরেছেন নিজ নিজ দেশের হয়ে খেলতে। এর ভেতর ব্যতিক্রম নন সৌদি প্রো লিগে খেলা ক্রিস্টিয়ানো রোনালদোও। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের বিপক্ষে তার দেশ পর্তুগাল মাঠে নামলেও, মাঠে নামা হচ্ছে না রোনালদোর। সুইডেনের বিপক্ষে ম্যাচে পর্তুগালের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি।

গেল সপ্তাহেই ৩২ জনের প্রাথমিক দল থেকে ২৪ জনের চূড়ান্ত দলে নামিয়ে আনার পর পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডকে রাখেননি কোচ কোচ রবার্তো মার্টিনেজ।

রোনালদো ছাড়াও দল থেকে বাদ পড়েছেন আরও সাত জন। ডিয়েগো দালত, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা এবং জোয়াও ফেলিক্সকেও স্কোয়াডে রাখেননি পর্তুগালের কোচ।

বিজ্ঞাপন

সুইডেনের বিপক্ষে দল থেকে বাদ পড়লেও পরবর্তী প্রীতি ম্যাচে তাদের দলে নেওয়া হবে বলে জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ। এদিকে, আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল।

২০০৩ সালে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে ২০৫টি ম্যাচে অংশ নিয়ে ১২৮টি গোল করে আন্তর্জাতিক গোলের বিশ্ব রেকর্ড গড়েছেন রোনালদো। বয়স ৩৯ ছাড়ালেও এখনও দারুণ ছন্দে আছেন তিনি। চলতি মৌসুমে ২৩ গোল করে এই মৌসুমে সৌদি প্রো লিগের শীর্ষ গোলদাতাও রোনালদোই।

সারাবাংলা/এসএস

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল বনাম সুইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর