নিউইয়র্ক থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি’র ভ্রমণ
১৯ মার্চ ২০২৪ ১৯:৫৮
যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বকাপের পর্দা উঠতে সময় বাকি আর মাত্র আড়াই মাস। তার আগে ট্রফি ঘুরবে চারটি মহাদেশের ১৫টি দেশে। দুইবারের বিশ্বকাপ জয়ী ক্রিস গেইল ও যুক্তরাষ্ট্রের বোলার আলী খানের হাত ধরে শুরু হলো এই ট্রফি ট্যুর।
নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে শুরু হলো ট্রফির ভ্রমণ। শহরের আইকনিক আকাশচুম্বি ভবনে নেভি-পিংক আলো জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ট্রফি ভ্রমণ।
এই ভ্রমণে ট্রফি যাবে আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডার মতো দেশেও। সেখানে বিখ্যাত ভবনে লিজেন্ডারি ক্রিকেটাররা ভক্তদের আমন্ত্রণ জানাবে ‘আউট অব দিজ ওয়ার্ল্ড’ ক্রিকেট উৎসবে।
আগামী ১ জুন শুরু হবে প্রতিযোগিতার নবম আসর। যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে লড়াই। নিউইয়র্কে হবে আট ম্যাচ, বাকি দুটি ভেন্যুতে হবে চারটি করে ম্যাচ। আর ওয়েস্ট ইন্ডিজের আটটি ভেন্যুতে হবে লড়াই।
সারাবাংলা/এসএস