Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ থেকে ছিটকে যাওয়ার কারণ জানালেন নাহিদা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৪ ২১:৫৫

প্রথমবারের মতো ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে উপভোগ্য এক ম্যাচের আভাসও দিয়েছিল টাইগ্রেসরা। বল হাতে শুরুটা দুর্দান্ত করলেও ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে তারা। শেষ পর্যন্ত ব্যাট হাতে প্রতিরোধটাও গড়তে পারেননি নিগার সুলতানারা। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস। আর গুরুত্বপূর্ণ সময়ে তিন তিনটি রান আউটই বাংলাদেশকে প্রতিরোধও গড়তে দেয়নি বলে মনে করেন নাহিদা আক্তার।

২১৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের একটা সময় ৭০ রানে দুই উইকেট ছিল। আর এরপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। একে একে তিন তিনজন ব্যাটারের বিদায় দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে। ফোবি লিচফিল্ডের দারুণ ফিল্ডিংয়ের পর সরাসরি থ্রোয়ে বিদায়ঘণ্টা বাজে ফাহিমার। রিতু মনিকে সরাসরি থ্রোয়ে রান আউট করেন বেথ মুনি। ক্রিজ পার করলেও ব্যাট বাতাসে থাকায় বিদায় ঘণ্টা বাজে রিতুর। অন্যদিকে, অদ্ভুতভাবে রান আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। পপিং ক্রিজে যেন ব্যাট নামাতেই ভুলে যান তিনি। এর আগে শুরুতে ছন্দময় বোলিং করলেও শেষ দিকে গিয়ে খেই হারিয়েছে।

বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

আর এই তিন রান আউটই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে মনে করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তিনি বলেন, ‘পার্থক্য যদি বলি, বোলিং একটু খারাপ হয়েছে। এর চেয়ে ভালো করতে পারি। ব্যাটিংয়ে ৩টা রানআউট হওয়াতে পিছিয়ে গিয়েছিলাম। জ্যোতি আপু ও সোবহানা ভালো জুটি গড়ছিল। রানআউট হওয়াতে পিছিয়ে পড়েছি।’

এর আগে মিস ফিল্ডিংয়ের পাশাপাশি অন্তত তিনটি ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নেয় অস্ট্রেলিয়া। ৭৮ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২১৩ রানের বড় সংগ্রহ পায়। বিশেষ করে অষ্টম উইকেটে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিং ৫৬ বলে যোগ করেছেন ৬৭ রান। তবে ক্যাচ মিস এবং মিস ফিল্ডিংকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন নাহিদা, ‘ক্যাচ তো মিস হতেই পারে। মিস হওয়ার পরও যাদের ক্যাচ পড়েছে, তারা বেশিক্ষণ খেলতে পারেনি। এসব ক্রিকেটের পার্ট। ভালো হবে, খারাপ হবে। মাঝে ওরা সেট হয়ে গিয়েছিল, জুটি হয়ে গিয়েছিল, সেটা আগে ভাঙতে পারলে চিত্রটা আলাদা হতো। ’

এদিকে বৃহস্পতিবার নাহিদা আক্তার ২৭ রানে ২ উইকেট নিয়ে সালমা খাতুনকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বনে গেছেন। ৩৯ ইনিংসে নাহিদার উইকেট ৫৩টি। ৪৪ ইনিংসে ৫১ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ২০২২ সালে সবশেষ ওয়ানডে খেলা সালমা।

এমন কীর্তি গড়া নাহিদা রেকর্ড নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘এটা আমি জানি না (সর্বোচ্চ উইকেট প্রাপ্তির রেকর্ড)। ম্যাচ জিতলে ভালো লাগে। এখন চিন্তিত না কোন রেকর্ড হচ্ছে বা না হচ্ছে। দলে অবদান কতখানি রাখতে পারছি সেটাই ব্যাপার।’

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হলেও সামনের ম্যাচে ঘুরে দাঁড়াতে ভুলগুলো নিয়ে কাজ করবেন বলে জানিয়ে গেছেন তিনি, ‘এটা মনে হয়নি যে মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি। আমরা কখনও অতি আত্মবিশ্বাসী হইনি। আমাদের ঘাটতি নিয়ে আলোচনা করবো, কাজ করবো পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে।’

সিরিজের পরবর্তী ম্যাচে একই ভেন্যুতে আগামী ২৪ মার্চ মাঠে নামছে দুই দল।

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ নাহিদা আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর