অবশেষে উইকেট পেলেন হাসান, তবুও শ্রীলংকার দাপট
৩০ মার্চ ২০২৪ ১৫:১২
অভিষেক টেস্ট খেলতে নামা তরুণ পেসার হাসান মাহমুদ নিজের প্রথম উইকেট পেতে পারতেন ম্যাচের প্রথম সেশনেই। কিন্তু তার বলে দুই দুটি ক্যাচ মিস হওয়ায় সেটা সম্ভব হয়নি। দ্বিতীয় সেশনে অভিষেক উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশ পেসার। দ্বিতীয় সেশনে একটা রান আউটও করেছে বাংলাদেশ। তবু চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত শ্রীলংকারই দাপট।
২ উইকেটে ২১৪ রান নিয়ে চা বিরতিতে গেছে শ্রীলংকা। ৬৫ রান করে ক্রিজে আছেন কুশল মেন্ডিস। তার সঙ্গে ১ রানে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথুস।
শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। দারুণ এক থ্রোতে মাদুস্কাকে রান আউট করেছেন হাসান মাহমুদ। মেহেদি হাসান মিরাজের বল কাভারে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন করুনারত্নে। মাঝে কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলেন। যাতে অপরপ্রান্তে ক্রিজে পৌঁছুতে পারেননি মাদুস্কা।
ফেরার আগে ১০৫ বল খেলে ৬টি চারের সাহায্যে ৫৭ রান করেছেন। এরপর দুই অভিজ্ঞ দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস সেভাবে সুযোগই দেয়নি বাংলাদেশকে। স্বাগতিক বোলাররা টাইট বোলিংও করতে পারেননি। শতরানের জুটি গড়েন দুজন।
করুনারত্নে এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। চা বিরতির খানিক আগে সেঞ্চুরির দিকে এগুতে থাকা করুনারত্নেকে ফিরিয়ে টেস্টে নিজের প্রথম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। ডানহাতি পেসারের গতির তারতম্যে দেওয়া ডেলিভারি উইকেটে টেনে এনে বোল্ড হয়েছেন করুনারত্নে।
ফেরার আগে ১২৯ বলে ৮টি চার ১টি ছয়ে ৮৬ রান করেছেন করুনারত্নে। লংকান সাবেক অধিনায়ক ফেরার পর আরেক সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বেঁধেছেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এসএইচএস