Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ভরাডুবির আসল কারণটা তুলে ধরলেন মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ২২:১৫

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো নাস্তানাবুদ বাংলাদেশ। দুই টেস্টের একটিতেও ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। শুধু চলতি শ্রীলংকা সিরিজ নয়, বাংলাদেশ টেস্টে ব্যাটিং নিয়ে ভুগছে অনেকদিন ধরেই। সর্বশেষ ছয় ইনিংসে মাত্র একবার দুইশ পেরুতে পেরেছে বাংলাদেশ।

পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের বদলে বারবার উইকেট বিলিয়ে দিয়ে আসতে দেখা যায় বাংলাদেশি ব্যাটারদের। দিনের পর দিন এমন হতশ্রী দশার আসল কারণ কি? বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের মানের যে বিশাল তফাৎ সেটাই উল্লেখ করলেন মুমিনুল হক। প্রস্তুতি ঘাটতির কথাও উল্লেখ করেছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক।

প্রস্তুতি ঘাটতির বিষয়টি দৃশ্যমানই। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বাংলাদেশি ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন। মাস দেড়েক বিপিএল ব্যস্ততা শেষে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। লাল বলের যে প্রস্তুতি বলতে গেলে হয়ইনি।

ব্যর্থতায় এটা বড় কারণ হতে পারে মনে করছেন মুমিনুল। আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসে মুমিনুল বলেন, ‘হতে পারে অনেক দিন পরে টেস্ট খেলছি। আপনার কাছে এটা একটা অজুহাত হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার তো সমস্যা হয়নি? আমার সমস্যা হয়নি। কিন্তু যারা খেলছে, তারা বেশির ভাগ সাদা বলে খেলে আসছে। এটাই বাস্তব। জিনিসটা নেতিবাচক হতে পারে। কিন্তু নেতিবাচক হলেও কিন্তু অনেক সময় সত্য হয়।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান যে খুব একটা উন্নত নয় সেটাকেও কারণ মনে করেন মুমিনুল। এখানে খেলে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটে নেমে সফল হওয়া কঠিনই, এমনটাই মনে করছেন মুমিনুল।

তিনি বলেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের মান আর টেস্ট ক্রিকেটের মান কী এক?’ পরে যোগ করেন, ‘শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেট ও টেস্ট ম্যাচ খেলার মধ্যে অনেক পার্থক্য। আকাশ–পাতাল তফাত। আপনারাও জানেন। আমিও জানি। সবাই জানে। এটা অজুহাত নয়। আমি নিজেও জাতীয় লিগ খেলি। এখানে (টেস্টে) যে ধরনের চ্যালেঞ্জ সামলাতে হয়, সেখানে তা হয় না। আমার কথা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আমি সততার জায়গা থেকে কথাগুলো বলছি।’

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

সারাবাংলা/এসএইচএস


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর