Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুটনকে হারিয়ে লিগের শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৪ ০৪:২২

ঘরের মাঠে লুটন টাউনের বিপক্ষে সহজ জয় আর্সেনালের। গোল বন্যায় ভাসাতে না পারলেও দিতে হয়নি তেমন কঠিন পরীক্ষা। এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে মার্টিন ওডেগার্ডের গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে লুটনের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্সেনাল। আর তাতেই লিগ টেবিলের শীর্ষে উঠেছে লন্ডনের ক্লাবটি।

গেল ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে গোলশূন্য ড্র করে আর্সেনাল। এর আগে লিগে টানা আট ম্যাচে জয়ের দেখা পেয়েছিল গানার্সরা। লুটনকে হারিয়ে তিন দিনের মধ্যেই শীর্ষে ফিরল তারা। ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৮। লিভারপুলের পয়েন্ট ৬৭, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা। বৃহস্পতিবার শেফিল্ড ইউনাইটেডকে হারাতে পারলেই ফের শীর্ষে উঠে যাবে ইয়্যুর্গেন ক্লপের দল।

বিজ্ঞাপন

পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল লুটনের ওপর শুরু থেকে প্রবল চাপ তৈরি করে আর্সেনাল। প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় যদিও সেভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না শিরোপাপ্রত্যাশীরা।

২৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে পারে আর্সেনাল এবং সেটাতেই এগিয়ে যায় তারা। প্রতিপক্ষের ছোট ভুলে বল পেয়ে একটু এগিয়ে ডান দিকে কাই হাভার্টজকে বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন ওডেগোর। এরপর ফিরতি পাস ধরে নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন নরওয়ে মিডফিল্ডার।

৩৪তম মিনিটে বাড়তে পারতো ব্যবধান। কিন্তু দারুণ পজিশনে বল পেয়েও কাজে লাগাতে পারেননি ওডেগোর। সতীর্থের পাস বক্সে পেয়ে তার নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

চাপ ধরে রেখেই ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। বাঁ দিকের বাইলাইন থেকে সতীর্থের উদ্দেশ্যে গোলমুখে পাস বাড়ান এমিল স্মিথ। আর্সেনাল ফরোয়ার্ড রিস নেলসন যদিও বলে পাঁ ছোঁয়াতে পারেননি; তবে তার পেছনে ছুটে আসা লুটন ডিফেন্ডার হাসিওকার পায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়।

বিজ্ঞাপন

বিরতির পর আর্সেনালের পারফরম্যান্সে ছন্দপতন ঘটে। প্রথমার্ধে গোলের জন্য ১১ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখা দলটি এই অর্ধের প্রথম আধা ঘণ্টায় কোনো শটই নিতে পারেনি। অবশ্য লুটনের পারফরম্যান্সেও ছিল না কোনো চমক।

৮০তম মিনিটে দূর থেকে চেষ্টা করেন আর্সেনালের তাকেহিরো তোমিইয়াসু। তবে জাপানের এই ডিফেন্ডারের শট পোস্টের একটু বাইরে দিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি।

সারাবাংলা/এসএস

আর্সেনাল বনাম লুটন ইপিএল টপ নিউজ

বিজ্ঞাপন

মারা গেলেন পোপ ফ্রান্সিস
২১ এপ্রিল ২০২৫ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর