Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ১৫:২০

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সারাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এই উৎসব স্বাভাবিকভাবে ক্রিকেটপাড়ায়ও উদযাপিত হচ্ছে। উৎসবের দিনে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। অন্যান্য ঈদের সময় খেলা নিয়ে ব্যস্ততা থাকলেও এবারের ঈদে ক্রিকেটাররা মোটামুটি ফ্রি। জাতীয় দলের সিরিজ নেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও ঈদের কয়েক দিন আগে বন্ধ হয়েছে। ফলে পরিবারের সঙ্গে নির্বিঘ্নে ঈদ কাটাতে পারছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

ফলে দেশের বেশিরভাগ ক্রিকেটারই গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। তারকা ক্রিকেটার সাকিব আল হাসান অবশ্য পরিবারের সঙ্গে ঈদ কাটাতে গেছেন যুক্তরাষ্ট্রে।

ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব ফেসবুকে লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’ অপর অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঈদের শুভেচ্ছা।’

স্বস্ত্রীক ছবি পোস্ট করে নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘ঈদ মোবারক।’ তারকা পেসার তাসকিন আহমেদ ঈদের দিন ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

সন্তান ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশেপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’

বিজ্ঞাপন

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘ভালোবাসা আর হাসিতে ভরে উঠুক ঈদের আনন্দ।’ সৌম্য সরকার লিখেছেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। নতুন চাঁদ আমাদের মাঝে আবারও সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন পবিত্র ঈদুল ফিতর নিয়ে হাজির হয়েছে। সবাইকে জানাই প্রাণঢালা ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদ-উল-ফিতরের এই বরকতময় উপলক্ষে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!’

সারাবাংলা/এসএইচএস

ঈদ উল ফিতর

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর